গোপালগঞ্জের মধুমতি নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে আব্দুল হালিম মোল্লা (৮৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার মধুমতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হালিম মোল্লা সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) ফয়সাল আহম্মেদ জানান, পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকাল পৌঁনে ১০ টার দিকে আব্দুল হালিম মোল্লা স্থানীয় উলপুর ব্রীজের ওপর থেকে মধুমতি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা এবং স্থানীয়রা নদীতে তল্লাশী চালায়। কিন্তু, নদীতে প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ রোববার ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ কিলোমিটার দক্ষিণে মধুমতি নদীর গোবরা এলাকায় স্থানীয়রা তার মৃত দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবার লাশটি সনাক্ত করে এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জের পৌর বাস টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়েরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিন নিখোঁজ থাকার পর আজগর আলীবিস্তারিত পড়ুন
পুলিশ না নেওয়ায় আদালতে মুক্তিযোদ্ধা কন্যার হত্যা মামলা
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কন্যা ময়না বেগমের হত্যা মামলা টুঙ্গীপাড়া থানা পুলিশবিস্তারিত পড়ুন