গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
গোপালগঞ্জে ট্রাকচাপায় পিকআপ চালকসহ দুজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা মুন্সিপাড়া এলাকার শহর আলীর ছেলে হায়দার আলী(২৮) ও একই এলাকার আব্বাস কাজীর ছেলে জসীম কাজী(২৫)।
সদর উপজেলার কারারগাতী গ্রামের সুবল ঢালীর ছেলে সঞ্জয় ঢালীকে আহতাবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন বেদগ্রাম এলাকার ঠান্ডা শেখের ছেলে শামীম শেখকে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় বিকল হয়ে পড়া একটি পিকআপ ঠিক করতে ছিলেন নিহত ও আহতরা। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলে পিকআপের চালক হায়দার আলী ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেকানিক জসীম কাজী মারা যান।
নিহতদের খবর পেয়ে আসা স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে হাসপাতালে পরিবেশ।নিহতদের লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জের পৌর বাস টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়েরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিন নিখোঁজ থাকার পর আজগর আলীবিস্তারিত পড়ুন
পুলিশ না নেওয়ায় আদালতে মুক্তিযোদ্ধা কন্যার হত্যা মামলা
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কন্যা ময়না বেগমের হত্যা মামলা টুঙ্গীপাড়া থানা পুলিশবিস্তারিত পড়ুন