গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ লুটপাট
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন আবারও অশান্ত হয়ে পড়েছে। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ১৫ টি ঘর-বাড়ি ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে আহতরা হলেন, ফেন্টু মোল্যা (৭০), সিরাজুল ইসলাম (৪২), মুছা খান (৪০)সোহাগ মোল্যা (৩৫), ফরিদ মুন্সি (৩৫), সেলিম মোল্যা (৩৫), সোহেল মোল্যা (৩০), রুবেল মোল্যা (২৮), মমিনুর রহমান মোল্যা (২৫), খোরশেদ মোল্যা (২৩), চমন সরদার (১৮), ফরহাদ শেখ (১৭) ও ইমন মোল্যাসহ (১৩) উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ইউপি নির্বাচনসহ এলাকার আধিপত্য নিয়ে সাজাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের সঙ্গে অ্যাডভোকেট মোরাদ হোসেন মোল্যা মিটুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জের ধরে শনিবার সন্ধ্যায় ফকিরবাড়ির বার্ষিক মেলার মাঠে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
রোববার বিকেলে আগের দিনের ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকরা রামদা ও টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ওই এলাকার প্রায় ১৫ টি বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে প্রতিপক্ষের সমর্থকরা। এ সময় সড়কের ইট তুলে সংঘর্ষের কাজে ব্যবহার করে।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলিবর্ষণ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
গোপালগঞ্জে মেীলবাদী হামলায় জনাব খুরশিদ আলম আহত
নিজস্ব সংবাদদাতাঃ গোপালগঞ্জের পৌর বাস টার্মিনাল সংলগ্ন নজির মিয়ার চায়েরবিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আজগর আলী শেখ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৩ দিন নিখোঁজ থাকার পর আজগর আলীবিস্তারিত পড়ুন
পুলিশ না নেওয়ায় আদালতে মুক্তিযোদ্ধা কন্যার হত্যা মামলা
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা কন্যা ময়না বেগমের হত্যা মামলা টুঙ্গীপাড়া থানা পুলিশবিস্তারিত পড়ুন