শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতা ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। দরপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অব্যহৃত গাড়ি ক্রয়কারী এক ব্যবসায়ীর কাছে সোমবার এ চাঁদা নেয়া হয় বলে অভিযোগ করেছেন আয়েশা মোটরসের এক কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক আয়েশা মোটরসের ওই কর্মকর্তা জানান, সব নিয়ম মেনে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ গাড়ি ক্রয়ের আদেশ পাই। কিন্তু আজ (সোমবার) দুপুর সাড়ে ১২টায় গাড়িগুলো নেয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় ওমর ফারুক শতাধিক কর্মী নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় এক লাখ ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন অন্যথায় গাড়ি আটকে রাখার হুমকি দেন।

তিনি আরো বলেন, পরবর্তীতে নগদ ৩০ হাজার টাকা দেয়া হলে গাড়ি ছাড়তে রাজি হন ওমর ফারুক। পুরো ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও পুলিশ অনেকটা নীরব ভূমিকা পালন করে।

ওমর ফারুক ইংরেজি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাঁদা নয়, প্রতিষ্ঠানটির কাছে পূর্বের কিছু অর্থ বকেয়া ছিল। তারা আমাকে আজ (সোমবার) সে অর্থ পরিশোধ করে।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন চৌধুরী জানান, টাকা লেনদেনের বিষয়টি সত্য। তবে এটি কোনো ব্যবসা সংক্রান্ত লেনদেন নাকি চাঁদাবাজি তা এখনো জানা যায়নি। আয়েশা মোটরস নামের প্রতিষ্ঠানটি এখনো কোনো অভিযোগ জানায়নি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

চবি ছাত্রলীগ সভাপতি আলগীর টিপু বলেন, এ ধরনের ঘটনায় কারো জড়িত হওয়ার অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

পরিবহন দফতর সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অব্যবহৃত পরিত্যক্ত ১২টি গাড়ি বিক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্রের আহ্বান করা হয়। সেই মোতাবেক সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকা দর দেয়ায় আয়েশা মোটরস নামে একটি প্রতিষ্ঠান এ দরপত্রটি পায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরবিস্তারিত পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হারবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে এবছর এসএসসিবিস্তারিত পড়ুন

  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • ১১ মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ
  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো
  • চলছে এইচএসসি-সমমান পরীক্ষা
  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা
  • বুধ ও বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত