সোমবার, মে ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চারদিন পর যানজটমুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

চার দিনের দুঃসহ যানজট থেকে অবশেষে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে স্বস্তি ফিরেছে। ভোর থেকেই নির্বিঘ্নেই চলছে উত্তরের ১৬ ও বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার যাত্রীরা।

তবে যানজট না থাকলেও যাত্রীদের ঈদযাত্রা মসৃন, এমনটা বলা যাবে না। কারণ পর্যাপ্ত বাসের অভাবে পণ্যবাহী গাড়িতে ঝুঁকি নিয়েও বাড়ি যেতে দেখা যাচ্ছে যাত্রীদের। নিষিদ্ধ থাকলেও বাসের ছাদেও উঠছে মানুষ। পুলিশ এ বিষয়ে কোনো বাধাই দিচ্ছে না।

গত বৃহস্পতিবার থেকেই উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের একাংশের সঙ্গে সড়ক যোগাযোগ কষ্টকর হয়ে উঠে এই মহাসড়কের যানজটের কারণে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কখনও কখনও দুই ঘণ্টার পথ পারি দিতে ১০ থেকে ১২ ঘণ্টাও লেগে যায়। গত কয়েক বছরের বছরের মধ্যে ঈদের আগে এই মহাসড়কে এমন পরিস্থিতি দেখা যায়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যাত্রীদের এই ভোগান্তির জন্য দুঃখও প্রকাশ করেন।

তবে টানা চারদিনের অচলাবস্থার পর রবিবার গভীর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপু অংশে স্বস্তি নেমে আসে। চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় গাড়ি চলেছে নির্বিঘ্নে।

তবে গাড়ি চলাচল নির্বিঘ্ন হওয়ার পর দেখা দেয় আরেক সমস্যা। যাত্রীর অনুপাতে গাড়ির সংখ্যা কমে যায়। কিন্তু বাড়ি যেতেই হবে এমন বাস্তবতায় যে গাড়িই পাওয়া গেছে সেটিতেই যেনতেনভাবে উঠার চেষ্টা করেছে সবাই। ফলে বাসের ছাদে তো বটেই, পাশাপাশি ট্রাক, মিনিট্রাকেও উঠেছেন যাত্রীরা।

সড়কের নিরাপত্তায় আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন মোটামুটি স্বস্তিতেই।

আমাদের টাঙ্গাইল প্রতিনিধি রেজাউল করিম জানান, এই মহাসড়কের টাঙ্গাইল অংশের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত কোনো অংশেই গাড়ির তেমন চাপ দেখা যাচ্ছে না। মহাসড়কের বিভিন্ন অংশে আট শতাধিক পুলিশ দায়িত্ব পালন করলেও তাদের তেমন ব্যস্ততা নেই। স্বাভাবিক গতি ফিরছে যানবাহনের।

গাজীপুরের মত টাঙ্গাইলেও ঘরমুখো যাত্রীদেরকে বাসের ছাদে বা ট্রাকে করে যেতে দেখা গেছে। চলছে পণ্যবাহী যানবাহনও।

বাস চালকরা বলছেন, এই মহাসড়কে যান চলাচলের শৃঙ্খলায় রবিবার থেকে অতিরিক্ত দুইশ পুলিশ সদস্য মোতায়েনের পর থেকেই পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। এর আগে মহাসড়কে সাতশ পুলিশ যানজট নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিল।

এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাঙ্গাঙ্গীর আলম বলেন, ‘মহাসড়কে যানজট নেই, তবে মাঝেমধ্যে যানবাহনের গতি ধীর হচ্ছে। গত কয়েক দিনের তুলনায় আজ গাড়ির চাপও কম।’

গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আরিফুল ইসলাম বলেন, ‘মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলে ঈদের আগে আর যানজট হবে না বলে আশা করছি আমরা।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম বলেন, ‘যানজট না থাকলেও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আট শতাধিক পুলিশ কাজ করছে। এই ব্যবস্থা ঈদের পরেও থাকবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ফুড সিস্টেম ড্যাশবোর্ড নীতিমালা প্রণয়ন ও গবেষণা কার্যক্রমকে সহজ করবে : খাদ্য সচিব

খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন বলেছেন, ফুড সিস্টেম ড্যাশবোর্ডের উদ্দেশ্যবিস্তারিত পড়ুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার বেড়েছে পাসের হারবিস্তারিত পড়ুন

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের অধীনে এবছর এসএসসিবিস্তারিত পড়ুন

  • আমাদের মূল চালিকাশক্তি অসাম্প্রদায়িকতার প্রতীক পয়লা বৈশাখ : পররাষ্ট্রমন্ত্রী
  • উন্নত দেশ গড়াতে একসাথে কাজ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • আগামীকাল আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রধর্ম সংবিধানের সাথে সাংঘর্ষিক নয়
  • সংস্কৃতিতে আরও বেশি শ্রম ও মেধা বিনিয়োগ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • অনলাইন জুয়া-বেটিং-গেমিংয়ের কারণে অর্থপাচার বাড়ছে: অর্থমন্ত্রী
  • ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • হজযাত্রীদের নিয়ে ঢাকা ছাড়ল ফ্লাইট
  • কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী আজ
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার