মঙ্গলবার, মে ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

চা ওয়ালাকে নিয়ে ভারত-পাকিস্তানে তোলপাড়!

ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান অশান্তির আবহেই হদিশ মিলল পাকিস্তানের নতুন ‘পারমাণবিক অস্ত্রে’র। এবং উপরে যে চা-ওয়ালা যুবকের ছবি দেখা যাচ্ছে, তিনিই নাকি পাকিস্তানের নতুন ‘পারমাণবিক অস্ত্র’, যা যে কোনও মুহূর্তে নাকি ভারতের বুকে আছড়ে পড়তে পারে।

এই যুবক আদপেই একজন চা-ওয়ালা। ইসলামাবাদ এঁর কর্মস্থল। মাসখানেক আগে এই যুবকের ছবিটি তোলেন জাভেরিয়া ওরফে জিয়া আলি নামের এক ফোটোগ্রাফার। এক প্রথম সারির ইংরেজি সংবাদমাধ্যমকে জাভেরিয়া জানিয়েছেন, ইসলামাবাদে ইতওয়ার বাজারে ছবি তুলতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই একটি চায়ের দোকানে তিনি দেখা পান এই যুবকের।

দিন কয়েক আগে ছবিটি পোস্ট করেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তার পরেই ভাইরাল হয়ে যায় ছবিটি। অজস্র শেয়ার হয় এই নীলনয়ন চা-ওয়ালার ফোটোগ্রাফ। ভারত ও পাকিস্তানের টুইটার দুনিয়ায় রী‌তি‌মতো আলোড়ন ফেলে দেয় এই ছবি। হ্যাশট্যাগ চায়ওয়ালা (#ChaiWala) টপ ট্রেন্ড হয়ে দাঁড়ায় টুইটারে।

মজার ব্যাপার হল, ভারত-পাকিস্তান অশান্তির আবহেও এই পাকিস্তানি যুবকের ছবিটি নিয়ে কোনও আপত্তিকর মন্তব্য করেননি ভারত বা পাকিস্তানের কেউই। এমনকী কোনও কোনও ভারতীয় এই যুবককে এদেশের ‘কফিওয়ালা’ কর্ণ জোহরের পাকিস্তানি জবাব বলে মনে করছেন। আর মেয়েরা তো ভীষণ পছন্দ করেছে‌ন এই দেবদর্শন পাকিস্তানিকে।

অন্তত সোশ্যাল মিডিয়ায় ভারতীয় তরুণীদের মন্তব্য সেই রকমই ইঙ্গিত দিচ্ছে। শ্রুতি নামের এক ভারতীয় যেমন টুইটারে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘ পাকিস্তানে এরকম দেখতে এক চা ওয়ালা থাকে‌ন। প্লিজ, পাকিস্তানে বোমা ফেলবেন না।’

পাকিস্তানি চা ওয়ালাকে নিয়ে ভারতীয় মেয়েদের এহেন আকুলতা দেখে অনেক পাকিস্তানি সরস ভঙ্গিতে মন্তব্য করেছেন, ‘ভারতের বিরুদ্ধে আমাদের আর কোনও অস্ত্রের প্রয়োজন রয়েছে কি? ভারতীয় তরুণীদের উপরে সার্জিকাল স্ট্রাইক চালানোর জন্য এই যুবকই আমাদের পারমাণবিক অস্ত্র হয়ে উঠতে পারেন।’

ফোটোগ্রাফার জাভেরিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি কখনও ভেবেছিলেন তাঁর তোলা এই ছবি এভাবে আলোড়ন তৈরি করবে? জাভেরিয়া বলছেন, ‘কোনওভাবেই না। তবে এমনটা যখন হয়েই গিয়েছে, তখন ওই যুবককে আবার খুঁজে বার করার চেষ্টায় রয়েছি আমি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

আল জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলী পুলিশ

ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসেবিস্তারিত পড়ুন

  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত