ছাত্রলীগকে কলেজের বাইরে রাজনীতি করার পরামর্শ গণপূর্তমন্ত্রীর
শিক্ষার প্রসার ও পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগকে ক্যাম্পাসের বাইরে রাজনীতি করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
তিনি বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে ছাত্রলীগকে বেশি ভূমিকা রাখতে হবে। ছাত্রলীগই পারে কলেজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে স্থিতিশীল পরিবেশ এনে দিতে। ছাত্র নেতৃত্ব কলেজ প্রশাসনকে সহযোগিতা করে কলেজের বাইরে রাজনীতি করবে। তাহলেই শিক্ষার প্রসার ঘটবে। দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শনিবার মিরসরাই ডিগ্রী কলেজের নতুন ভবন উদ্বোধন উপলক্ষ্যে কলেজ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমি শিক্ষা মন্ত্রীকে পরামর্শ দিয়েছি যেসব কলেজে এইচএসসিতে শতকরা মাত্র ৫০ ভাগ শিক্ষার্থী পাশ করে, সেসব প্রতিষ্ঠানের যেন এমপিও বাতিল করা হয়। আর যে সকল প্রতিষ্ঠান এমপিও নেই কিন্তু ৯০ ভাগ শিক্ষার্থী পাস করে সেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিভুক্ত করার জন্য বলেছি।
মিরসরাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর ডাঃ মোঃ জামসেদ আলমের সভাপতিত্বে ও অধ্যাপক নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, প্রাক্তণ মেয়র এম শাহজাহান, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মোঃ বদরুদ্দৌজা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক একরামুল হক, গৌতম সাহা, আইয়ুব আলী, উত্তম কুমার চৌধুরী, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, মিরসরাই কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সাইদুর জামান রিফাত, প্রচার সম্পাদক সিফাত।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন