ছেলেটির কাছে আমি নিজের বিয়ের কথা বলিনি, সে বয়সে ছোট…
আমি একজন বিবাহিতা রমণী । আমার স্বামী বিয়ের পর থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে আসছে, আমার গায়ে অনেক সময় হাত তুলতো, আমাকে বাসা থেকে বের করে দিতে চাইতো, কিন্তু আমি বের হতাম না। সে আমাকে কোন খরচাপাতি দিতো না । আমার সকল কিছু আমার বাবার বাসা থেকে আনতে হতো কিংবা নিজের টাকা দিয়ে কিনে নিতে হতো এবং এখনো নিজেরটা দিয়েই নিজেকে চলতে হয়।
আমার বিয়ের চার বছর পর আমি কনসিভ করি কিন্তু আমার স্বামী বাচ্চা নিতে রাজি ছিলেন না, পরে সে আমাকে গর্ভপাত করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, আমার গর্ভপাত করানো হয়। এরপর আমরা বছর দুই একসাথে থাকার পর দীর্ঘ চার বছর যাবত আলাদা থাকি।
বাবার বাসায় থেকে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাই। আমার চাকরি দেখে স্বামী আমাকে আবার তার বাসায় নেয় এবং এক বছর যাবত মোটামুটি ভাবে তার সাথে সংসার করছি। সে বা তার পরিবার আগের মতো অত্যাচার না করলেও অনেক সময় খারাপ ব্যবহার করে। আমার স্বামী এখনো আমাকে কথায় কথায় বলে চলে যেতে। এমতাবস্থায়, আমার যাতে বাচ্চা হয় সেটা আমার স্বামী ও তার পরিবার চায়।
আমি পূর্বে কনসিভ করি সেই বাচ্চাটার কথা এখনো ভুলতে পারিনি, মনে হলে অনেক কষ্ট লাগে। আর আমার স্বামীও এক মাস পর পর আমার সাথে মিলিত হয় । এমতাবস্থায় আমার বাচ্চা হচ্ছে না।
ইতিপূর্বে আমার সাথে একটি ছেলের পরিচয় হয়। তার কাছে আমার বিয়ের কথা বলিনি। সে বলে সে আমাকে ভালোবাসে। আমিও তাকে ভালোবাসি। সে আমার চেয়ে বয়সে অনেক ছোট, মাস্টার্স করছে। তার সাথে আমার তেমন যোগাযোগ হয় না, একদিন দুই দিন দেখা করেছিলাম। ফেসবুকে ও ফোনে মাঝে মাঝে কথা হয়। সে ফেসবুকে জানতে চায় আমি রাতে কি পরে ঘুমাই , সে আরো বলে যে, আমি নাকি সেক্সি গার্ল । এতে করে তার বিষয়ে সন্দিহান যে সে আমাকে সত্যি ভালোবাসে কি না? আমার এখন কি করা উচিত তা আমি বুঝতে পারছি না। দয়া করে আমাকে একটু সাহায্য করবেন।
প্রশ্নটি আমাদের ফেসবুক পেজে করেছেন : নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী।
পরামর্শ-
আপু, আপনি একটি ভুলের মাঝে আছেন এবং আবারও একটি ভুল করছেন। না আপু, ছেলেটি আপনাকে ভালোবাসে না। সে কেবলই দৈহিক আকর্ষণের কারণে যোগাযোগ রাখছে। একবার আপনাকে বিছানায় নিতে পারলেই তার হদিশ পাবেন না আর। সে হয়তো এটা বোঝে যে আপনি বিবাহিত। আপনি বিবাহিত হলে বরং অসৎ উদ্দেশ্য পূরণ করতে তার সুবিধা।
যাই হোক, আমার মনে হয় স্বামীর সাথে সম্পর্ক রাখাও আপনার উচিত হচ্ছে না। এমন জীবন সঙ্গী আসলে জীবনে কোন প্রয়োজন নেই। আপনি স্বামীর সাথে সম্পর্ক ত্যাগ করুন, ডিভোর্সের ব্যবস্থা করুন। অন্যদিকে ছেলেটিকেও সব খুলে বলুন। সে যদি তারপরও বলে যে আপনাকে ভালোবাসে, আপনি শর্ত দিন। এই শর্ত দিন যে আপনি কেবলই বিয়ের পড় তার সাথে সম্পর্ক রাখবেন। সে যদি আপনাকে ভালোবেসে থাকে, তাহলে যেন বিয়ের ব্যবস্থা করে। কারণ প্রেম চালিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়।
আমার মনে হয় আপু, এই দুজনকেই ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করাটাই আপনার জন্য ভালো হবে।
সূত্র : প্রিয়.কম
এই সংক্রান্ত আরো সংবাদ

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন