জমজমাট টেরিবাজার রমজানের আগেই
রমজানের আগেই জমজমাট হয়ে উঠেছে চট্টগ্রামে কাপড়ের সবচেয়ে বড় পাইকারি কেন্দ্র টেরিবাজার। থান কাপড়সহ সেলাইয়ের কাপড় কিনতে নানা বয়সী মানুষ ছুটছে সেখানে। ফলে এখন বেচাকেনায় ব্যস্ত টেরিবাজারের দুই হাজারের বেশি দোকান। রমজানের প্রথম সপ্তাহ পর্যন্ত এমন থাকবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। মূলত রমজান শুরুর পর থেকে ঈদের কেনাকাটার ধুম পড়ে চট্টগ্রামের বিভিন্ন মার্কেটে। এ ক্ষেত্রে ব্যতিক্রম কাপড়ের সবচেয়ে বড় পাইকারি ব্যবসাকেন্দ্র টেরিবাজার। রমজানের আগেই শুরু হয়েছে এখানকার বেচাকেনা।
এই যেমন থান কাপড় কিনতে এখন থেকেই টেরিবাজারে ভিড় করছেন ক্রেতারা। পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, প্যান্টের দেশি-বিদেশি কাপড় কেনাবেচায় জমজমাট এখানকার প্রতিটি দোকান।কেবল থান কাপড় নয়, শাড়ি, ত্রি-পিস কিনতে ভিড় বাড়ছে টেরিবাজারের। কাতান, জামদানি, পার্টি শাড়ীর যেমন চাহিদা আছে তেমনি চাহিদা বেশি দেশি-বিদেশি লোন, জিপসির মতো ত্রি-পিসের। খুচরা বিক্রির পাশাপাশি জমজমাট পাইকারী বেচাকেনাও। এখান থেকে কাপড় যায় নগরীর বিভিন্ন মার্কেট ও দোকানগুলোতে। তাই ব্যস্ত সময় পার করছেন এখানকার বিক্রেতারাও।
টেরিবাজারে ছোট-বড় মিলে দোকান আছে দুই হাজারের বেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন