রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

জেনারেশন এক্স যৌনতায়, মিলেনিয়ালরা বন্ধুত্বে বিশ্বাসী!

অনেকেই এ বিষয়ের ঠিক বিপরীতটিই বিশ্বাস করতেন। তবে সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টির সম্পূর্ণ উল্টো ধারণাই জানা গেল।

এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

জেনারেশন এক্স বনাম মিলেনিয়াল

১৯৬৫ থেকে ১৯৮১ সালের মধ্যে যারা জন্ম তাদের সাধারণত জেনারেশন এক্স বলা হয়। অন্যদিকে ১৯৮২ থেকে ১৯৯৪ সালের মধ্যে যাদের জন্ম তাদের সাধারণত মিলেনিয়াল প্রজন্ম বলা হয়।

আর এ উভয় প্রজন্মের মধ্যে যৌনতার ক্ষেত্রে নবীনরা (অর্থাৎ মিলেনিয়ালরা) বেশিমাত্রায় আগ্রহী, এমনটাই অনেকের ধারণা ছিল। যদিও সাম্প্রতিক এক সমীক্ষায় বিষয়টি ভুল প্রমাণিত হলো।

পছন্দের পার্থক্য
অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয় তারা সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেন। আর এতে জেনারেশন এক্স জানায় তারা ভালো যৌনতাকে গুরুত্ব দেন। এ সংখ্যা ছিল ৪৫ শতাংশ। অন্যদিকে বন্ধুত্বের বিষয়টিকে গুরুত্ব দেন ৪০ শতাংশ এবং রোমান্সের বিষয়টিকে গুরুত্ব দেন তাদের ৩৯ শতাংশ।

অন্যদিকে মিলেনিয়ালদের মধ্যে বন্ধুত্বকেই প্রাধ্যান্য দিতে দেখা যায় ৫৮ শতাংশকে। এরপর রোমান্সকে প্রাধান্য দেয় তাদের ৪০ শতাংশ। এ ছাড়া ভালো যৌনতাকে গুরুত্ব দেয় ৩০ শতাংশ অংশগ্রহণকারী।

কাজের সঙ্গে জীবনের ভারসাম্য বজায় রাখার বিষয়টি ৭২ শতাংশ ক্ষেত্রে জেনারেশন এক্স এবং ৬৯ শতাংশ ক্ষেত্রে মিলেনিয়াল প্রজন্মের সমর্থন রয়েছে বলে জানিয়েছে।

এ বিষয়ে গবেষণাটি করা হয়েছে ১২ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাঝে। তারা ২১টি দেশের অধিবাসী। আর এতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কলম্বিয়া, চেক রিপাবলিক, জার্মানি, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, ফিলিপাইন, পোল্যান্ড, রোমানিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অধিবাসী।

এতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয় হাজার ব্যক্তির বয়স ছিল ৩০ থেকে ৪৯ বছর বয়সী। আর তাদের মধ্যে অনেকেই ১৮ থেকে ২৯ বছর বয়সী ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ