সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ট্রাম্প প্রশাসনে আসন্ন ইভানকা প্রভাব

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবেচেয়ে প্রিয় সন্তান ইভানকা। তিনি ট্রাম্প পরিবারের খুবই প্রভাশালী একজন।

এর একটি নজির হলো তার স্বামী জেয়ার্ড কুশনারের সঙ্গে নির্বাচনী প্রচারণা নিয়ে ঝামেলা পাকানোয় তার ভাই লিওয়ানডৌস্কিকে গত ২০ জুন ট্রাম্প টাওয়ার থেকে বের করে দেওয়া হয়।

ওই ঘটনা থেকেই যে কেউ আঁচ করতে পারেন যুক্তরাষ্ট্রের আসন্ন ট্রাম্প প্রশাসনে ইভানকা কতটা প্রভাবশালি হতে যাচ্ছেন। ইভানকা অনেকটা তার বাবার মতোই। বহুরুপী মত পরিবর্তন এবং শক্তিশালি গণ ব্যক্তিত্ব সৃষ্টিতে সক্ষম।

এবং ট্রাম্পের মতোই ইভানকা কারো অবাধ্যতা ক্ষমা করবেন না। বিশেষকরে যখন কেউ পরিবারের অবাধ্য হয়। আর লিওয়ানডৌস্কিকে বহিষ্কার করার ব্যাপারেও এই অবাধ্য হওয়াই ছিল প্রধান যুক্তি।

ডোনাল্ড ট্রাম্পের পর ইভানকাই সবচেয়ে জনপ্রিয় ট্রাম্প। এতটাই যে তার ভাই এরিক, যিনি নিজের একটি ফাউন্ডেশন চালান, সম্প্রতি একটি দাতব্য নিলামে ইভানকার সঙ্গে কফি পানের অভিজ্ঞতাকেও নিলামে তুলেছেন। এর মূল্য নির্ধারণ করেছেন ৫০ হাজার ডলার। তবে পরে তা প্রত্যাহার করা হয়।

নিজের জীবনের নানা দিক বাণিজ্যিকিকরনের ইচ্ছা সত্ত্বেও ইভানকা ট্রাম্পকে ট্রাম্প পরিবারের সবচেয়ে ন্যায়পরায়ণ হিসেবে বিবেচনা করা হয়। তিনি তার বন্ধুদেরকে বলেছেন, তার বাবার প্রেসিডেন্সি তাদের পরিবারের চেয়েও অনেক বড়। আর তিনি তার বাবার সরকারের এমন সব নীতিগত ইস্যুতে সক্রিয় ভুমিকা পালন করতে আগ্রহী যেসব বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে যত্নবান। উদাহরণত, শিশুর যত্ন এবং সবেতন মাতৃত্বকালীন ছুটি।

ইভানকা তার এক বন্ধুকে বলেন, রিপাবলিকান দলের নির্বাচনী এজেণ্ডায় বিষয়গুলো ছিল না। ট্রাম্প প্রথমে বলেছিলেন স্বার্থের সংঘাত এড়াতে তার বড় তিন সন্তান তার রিয়েল এস্টেট কম্পানির দেখাশোন করবেন। কিন্তু সম্প্রতি তিনি বলেন, তিনি তার কন্যা ইভানকাকে ওয়াশিংটনে চান। ইভানকার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, এ লক্ষ্যে ইভানকা নিজেকে বাবার কম্পানি থেকে নিজেকে আলাদা করার জন্য ট্রাম্প সংগঠনে তার ভুমিকা সংকুচিত করে আনবেন।

ইভানকার সঙ্গে তার বাবার সম্পর্ক সবসময়ই ভালো ছিল। এমনকি সবচেয়ে সফল সম্পর্ক ছিল। তিনি কখনো তার বাবাকে জনসম্মুখে চ্যালেঞ্জ করেননি। এবং সবসময়ই পর্দার আড়ালে থেকে বাবাকে পরামর্শ দিয়ে গেছেন। আর সর্বোপরি তিনি তারা বাবাকে দেখতে ভালো হতেও সহায়তা করে এসেছেন সবসময়।
সূত্র: ভ্যানিটি ফেয়ার

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

আল জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলী পুলিশ

ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসেবিস্তারিত পড়ুন

  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত