তরুণীরা আবেদনময়ী সেলফি তোলেন কেন?

তরুণদের তোলা সেলফির চেয়ে তরুণীদের সেলফি বেশি আকর্ষণীয়। তাদের সেলফিতে এমন কিছু থাকে যা তরুণদের সেলফিতে থাকে না।
তবে সেলফিতে কেবল মাত্র শরীরী প্রদর্শন নয়! এমন কিছু স্টাইল থাকে, যাকে আবেদনময়ী বললে ভুল হবে না।
কেন তরুণীরা আবেদনময়ী সেলফি তোলেন? এই বিষয়ে গবেষণা করেছে ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ এর মতো আন্তর্জাতিক জার্নাল।
‘ইকনমিক ইনইকুয়ালিটি ড্রাইভস ফিমেল সেক্সুয়ালাইজেশন’ শীর্ষক এই গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, যে সব দেশের তরুণীরা মুক্তমনা ও স্বাধীনচেতা সেই দেশগুলোতে সেলফি তোলার হার বেশি।
২০১৬ সালের ৩০ দিনের একটি পর্বে টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট হওয়া সেলফিগুলো থেকে তারা দেখেছেন, যে সব দেশে পুরুষ ও নারীর আয়ে বিপুল বৈষম্য রয়েছে, সেসব দেশ থেকেই এই ধরনের ছবি বেশি পোস্ট হয়েছে। এই ধরনের ছবি তোলার মধ্যে একটা প্রতিযোগী মনোভাবও লক্ষণীয় থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন