মঙ্গলবার, মে ৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

তুরস্কে আরও ৪ হাজার সরকারি কর্মকর্তা বরখাস্ত

তুরস্কের সরকার দেশটির আরও প্রায় চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত বছরের জুলাইয়ে তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর শুরু হওয়া শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সরকারি ভাষ্যে দাবি করা হয়েছে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে ওই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। তাঁরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছিলেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির বিচার মন্ত্রণালয়ের এক হাজারের বেশি কর্মী আছেন। এই দফায় প্রায় একইসংখ্যক সেনা কর্মচারী বরখাস্ত হয়েছেন। বরখাস্তের তালিকায় বিমানবাহিনীর শতাধিক পাইলটও আছেন।

সম্প্রতি তুরস্কের কর্তৃপক্ষ নয় হাজারেরও বেশি পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের এক হাজারের বেশি সন্দেহভাজন সমর্থককে গ্রেপ্তার করা হয়।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ক্ষমতা থেকে উৎখাতের লক্ষ্যে গত বছরের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার জন্য হিজমত আন্দোলনের নেতা গুলেনকে দায়ী করে আসছে তুর্কি কর্তৃপক্ষ।

এরদোয়ানের সমালোচক গুলেনের সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়েছে তুর্কি সরকার।

তবে গুলেন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছেন।

ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর তুর্কি সরকার দেশটিতে ব্যাপক ধরপাকড় ও কথিত শুদ্ধি অভিযান শুরু করে। গত নয় মাসে তুরস্কে প্রায় ৫০ হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার তুরস্কে অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি কেন বন্ধ করা হয়েছে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

পৃথক এক আদেশে দেশটিতে টেলিভিশনের একটি শো নিষিদ্ধ করেছে সরকার।

সাম্প্রতিক গণভোটে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব পাস হয়েছে। এর ফলে এরদোয়ান স্বৈরাচারী হয়ে উঠবেন বলে বিরোধীরা আশঙ্কা করছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

আল জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলী পুলিশ

ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসেবিস্তারিত পড়ুন

  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত