দুই স্কুলছাত্রী রক্ষা পেলো শার্শায় বাল্যবিয়ে থেকে
যশোরের শার্শা উপজেলার কাশিপুর ও কন্যাদাহ গ্রামে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় এসব বিয়ে বন্ধ করেন।
বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া দুই জন হলো-শার্শা উপজেলার ডিহী ইউনিয়নের কাশিপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুমানা আক্তার (১৩) ও উলাশি ইউনিয়নের কনেদাহ গ্রামের হাসানুর রহমানের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মুক্তা খাতুন (১৪)।
শার্শা মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী রওশানারা বেগম জানান, গোপনে শার্শার দুই গ্রামে বাল্যবিয়ের খবর পান তারা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকতাকে বিষটি জানিয়ে পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে তাদের বিয়ে বন্ধ করা হয়।
এ সময় ১৮ বছরের আগে ওই দুই কিশোরীকে বিয়ে না দেওয়ার নিশ্চয়তা চেয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিতও নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন