নফল রোজার জন্য সেহরি করা বা খাওয়া কি বাধ্যতামূলক?
প্রশ্ন : আমি নফল রোজা রাখতে চাই। নফল রোজা রাখার জন্য কি সেহরি খাওয়া বাধ্যতামূলক?
উত্তর : সেহরি খাওয়া ফরজ বা ওয়াজিব নয়। সেহরি খাওয়া সুন্নাত। সুন্নাতে মুয়াক্কাদা। সেহরির গুরুত্ব রয়েছে, ফজিলতও রয়েছে। সেহরি কিন্তু বরকতময় এবং সেহরির ফজিলত হচ্ছে এটি যে, সেহরি সিয়াম পালনের জন্য মূলত সবচেয়ে বেশি সহযোগিতা করে। তাই সেহরি খাওয়াটা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা। কিন্তু কেউ যদি কোনো কারণে ভুলে সেহরি খেতে না পারেন তাহলে সিয়াম পালন করতে তাঁর কোনো ধরনের অসুবিধা বা আপত্তি নেই।
ভুল ছাড়া কেউ যদি ইচ্ছা করে সেহরি না খান, তাহলে তাঁর সিয়াম হয়ে যাবে। কিন্তু তিনি সেহরির ফজিলত থেকে বঞ্চিত হবেন। তবে ইচ্ছাকৃতভাবে যদি সেহরি না খান তাহলে তিনি হয়তো গুনাহগার হতে পারেন, যেহেতু নবী (সা.)-এর হাদিস হলো, সেহরি খাওয়া। নবী (সা.)-এর সুন্নাহকে ইচ্ছাকৃতভাবে পরিহার করা এটি গ্রহণযোগ্য কাজ নয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন