নাটোরে তিন পরিবহন শ্রমিক নেতা গুলিবিদ্ধ
নাটোরে পূর্ব ঘটনার জের ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সরকার দলীয় তিন পরিবহন শ্রমিক নেতা গুলিবিদ্ধ হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার দুপুরে নাটোর সুগারমিল এলাকায় এঘটনা ঘটেছে।
নাটোর জেলা ট্রাক, ট্যাংক লরী ও কাভার্ড ভ্যান পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবলীগ সদস্য সাবেক পৌর কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম জানান, দুপুরের দিকে বাইপাস বটতলা মোড়ে তাদের অফিস থেকে মোটরসাইকেলে সংগঠনের লাইন সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রানা ও জেলা কমিটির নির্বাহী সদস্য ড্রাইভার কোয়েল সুগার মিল এলাকায় দিয়ে বাড়িতে যাওয়ার সময় প্রতিপক্ষ আফজাল, রফিকুল ও রতন নামে তিনজন হঠাৎ করেই নাটোর চিনিকলের তিন মাথায় তাদের ওপর গুলি ছোড়ে। এসময় রানাকে খুব কাছে থেকে গুলি করা হলেও অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের শরীরে গুলি লাগায় তারা তিনজনই আহত হয়। খবর পেয়ে পুলিশ ও সংগঠনের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবহন নেতা আলম জানান, তিনজনই রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। গুলিতে আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে তিনি জানান।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এব্যাপারে ঘটনাস্থল থেকে নাইম নামে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনসি শাহাবুদ্দিন জানান, ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তকেই আটক করে আইনের আওতায় আনা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
পদ্মায় গোসলে নেমে একসঙ্গে নিখোঁজ ৩ কিশোরের মরদেহ উদ্ধার
রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার করছে ফায়ারবিস্তারিত পড়ুন