শুক্রবার, মে ১৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পরিস্কার বেগমের ২৫ লাখ টাকার ষাঁড় গরু দেখতে জনতার ভিড় (ভিডিও সহ)

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের পরিস্কার বেগমের ২৫ লাখ টাকার ষাঁড় দেখতে জনসাধারণের ভিড় বাড়ছেই। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন করা এ ষাঁড় এক নজরে দেখতে প্রতিদিন উৎসুক মানুষ সাটুরিয়া উপজেলা ছাড়াও আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে আসছে। গত বছরের একই উপজেলার বালিয়াটী গ্রামের তাড়া মিয়ার ২২ লাখ টাকার ষাঁড়ের চেয়েও বড় এ ষাঁড়।

সরেজমিনে জানা যায়, পরিস্কার বেগমের মেয়ে ইতি আক্তার মূলত এ ষাঁড় সাড়ে ৩ বছর ধরে লালন-পালন করে আসছেন।

পরিস্কার বেগম জানান, তার ষাঁড়কে লক্ষ্মী বলে ডাকলে কথা বেশি শোনে, রাগ উঠলে নলকুপের ঠাণ্ডা পানি শরীরে ছিটিয়ে দিলে সে শান্ত হয়।

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিতাই চন্দ্র দাস বলেন, পরিস্কার বেগমের এ ষাঁড় আমি গত দুই বছর ধরে পর্যবেক্ষণ করছি। এ ষাঁড়কে কোনো প্রকার মোটা-তাজাকরণ ওষুধ সেবন ছাড়াই দেশীয় পদ্ধতিতে লালন-পালন করে আসছে। এ ষাঁড়ের উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, লম্বা ৯ ফিট, বেড় ৬ হাত আমাদের হিসাব অনুযায়ী সর্বনিন্ম ওজন ৩৫ মন। বর্তমানে মানিকগঞ্জ জেলার সবচেয়ে বড় ও বেশি ওজন এ ষাঁড়ের।

পরিস্কার বেগমের মেয়ে ইতি আক্তার জানান, তাকে ছাড়া কেউ তার ষাঁড় লক্ষ্মীকে শান্ত করতে পারে না, একে বিভিন্ন রকমের দেশীয় খাবার খাওয়ান। লক্ষ্মীকে তিন বেলা বড় ধরনের খাবার খাওয়াতে হয়। চিড়া, ছোলা, গুর ও ভূষি পানিতে ভিজিয়ে রাখার পর মিষ্টি লাউ, কুমড়া কেটে সিদ্ধ করে সব একত্র করে তিন বেলা তাকে খাবার খাওয়ানো হয়।

লক্ষ্মীর প্রতিদিনের খাবারের রুটিনে আছে লেবু, মাঝে মাঝে টক পানি-তো আছেই। এক ঘণ্টা পর পর নাস্তা সারেন বিচি কলা ও সবড়ি কলা দিয়ে। তাকে নিয়মিত স্যালাইন খাওয়ানো হয়।

ইতি আরো বলেন, তার বাবা খাইরুল ইসলাম তাদের জন্য বাজার থেকে চাল কিনতে ভুলে গেলেও লক্ষ্মীর জন্য আঙ্গুর, কমলা ও মালটা আনতে ভুল করেন না। প্রতিদিন ফল খাওয়ান প্রায় ৩ থেকে ৪শ টাকার।

ফুকুরহাটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সেলিম হোসেন বলেন, অনেক দিন ধরে শুনছি এ ষাঁড়টির কথা, তাই আজ দেখতে আসা।

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মোশারফ হোসেন বলেন, আমরা ১০ বন্ধু ১৫ কিলোমিটর দূর থেকে এসেছি ষাঁড় দেখতে।

পরিস্কার বিবির পাশের বাড়ির শিক্ষক রশিদ মিয়া জানান, প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসছে এ ষাঁড় দেখার জন্য। সাধারণ মানুষের সঙ্গে পাইকাররাও আসছেন কেনার জন্য। কিন্ত ষাঁড়টি দেখার পর দাম বলার সাহস পায় না।

পরিস্কার বিবি বলেন, লক্ষ্মীর মা এক মাস ২২ দিন পর মারা যায়। পড়ে নিজের সন্তানের মতো করে আস্তে আস্তে লালন করতে থাকি। সাড়ে তিন বছর ধরে আমার স্বামী খাইরুল ও কন্যা ইতি তিনজন মানুষ ওর পিছনে পরিশ্রম করে আজকে এপর্যন্ত নিয়ে এসেছি। শেষ দেড় বছর প্রতিদিন এক হাজার টাকা খরচ হচ্ছে ওর পিছনে। বর্তমানে তিনি এ ষাঁড়ের দাম চাচ্ছেন ২৫ লাখ টাকা। তবে কোনো ভালো মানুষ কোরবানি দিতে চাইলে দাম কিছুটা কমাবেন বলে জানান তিনি।

সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নিতাই চন্দ্র দাস জানান, উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি, লম্বায় ৯ ফিট, বেড় ৬ ফিটের এ ষাঁড় অস্ট্রেলিয়ান ফ্রিসিয়ান জাতের।

https://youtu.be/6S73Vyfsrno

এই সংক্রান্ত আরো সংবাদ

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 

ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুনবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে শোকজ শুরু করেছে বিএনপি

চলমান উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটে দলীয় সিদ্ধান্ত অমান্য করেবিস্তারিত পড়ুন

  • ময়মনসিংহের এমপি শান্ত দলীয় বিরোধে পদত্যাগের ঘোষণা 
  • লক্ষ্মীপুর জেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
  • কাউন্সিলর ও তার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু
  • ভোটার উপস্থিতি সন্তোষজনক, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ওবায়দুল কাদের
  • পাটগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক আটক
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ