পর্নোগ্রাফি দেখলে যা ঘটে নারীর মস্তিষ্কে!
কোনো বর্ণনা ছাড়া পর্নোগ্রাফি ছবি দেখলে নারীদের তীব্র শারীরিক প্রতিক্রিয়া হয়। সাম্প্রতিক এক গবেষণার আলোকে এ তথ্য জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে হিন্দুস্তান টাইমস। নারীরা পুরুষের তুলনায় এ ক্ষেত্রে কিছুটা ভিন্নভাবে গঠিত এবং কোনো বর্ণনা ছাড়া পর্নোগ্রাফিতে তাদের স্বয়ংক্রিয়ভাবে বিতৃষ্ণা ও শারীরিকভাবে আত্মরক্ষামূলক অবস্থান তৈরি হয়। নেদারল্যান্ডসের গ্রোনিনগেন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে পর্নোগ্রাফি ছবি বা যৌনতাপূর্ণ ছবি দেখলে নারীদের শারীরিক প্রতিক্রিয়া হয় অনেকটা বাজে বা ঘৃণ্য খাবারের সামনে থাকার মতো।
গবেষণায় দেখা গেছে, নারীদের মস্তিষ্কের যে অংশে খাবারজনিত বিতৃষ্ণাবোধ ও গণ্ডগোলের বিষয়ে অনুভূতি তৈরি হয় সেই স্থানেই পর্নোগ্রাফিজনিত ছবির প্রতিক্রিয়া তৈরি করে। এ ছাড়াও দেখা গেছে, পর্নোগ্রাফি ছবি যেগুলোতে কোনো বর্ণনা নেই, সেসব দেখার সঙ্গে সঙ্গে নারীদের দেহ আত্মরক্ষামূলক অবস্থানে চলে যায়। এ সংবেদনশীল বিষয়টির ব্যাখ্যা অনেকটা পুরুষদের তুলনায় ভিন্ন।
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন