পার্লারে গিয়ে ভ্রু প্লাক করা কি হারাম?
‘আপনার জিজ্ঞাসায়’দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ। ৪৯৬তম পর্বে বিউটি পার্লারে গিয়ে ভ্রু প্লাক করা হারাম কি না, সে সম্পর্কে টেলিফোনে সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন ফরহাদ হোসেন। অনুলিখন ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মেয়েরা পার্লারে গিয়ে যে ভ্রু প্লাক করে এবং চুল কাটে, এটি করা যাবে কি না?
উত্তর : পার্লারে যাওয়া হারাম নয়। কিন্তু পার্লারে গিয়ে হারাম কাজ করা হারাম। এটি একেবারেই সহজ বিষয়। পার্লারে গিয়ে হারাম কাজ করলে সেটা পার্লারেও হারাম, আবার ঘরের মধ্যে হারাম কাজ করলে সেটা ঘরেও হারাম। ভ্রু প্লাকটা ঘরেও হারাম, পার্লারেও হারাম।
সুতরাং আপনি যেটা বলেছেন ভ্রু প্লাক, এটাকে রাসুল (সা.) হারাম করেছেন, নিষেধ করেছেন। তাই, এটা পার্লারে গিয়ে করেন, ঘরে করেন বা অন্য কোথাও গিয়ে করেন, সব জায়গাতেই হারাম।
আর পার্লারে গিয়ে যদি আপনি চুল কাটান, সাজেন বা স্বাভাবিক কাজ করেন, যেগুলো হারাম নয়। সেগুলো পার্লারে গিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই। তবে পার্লারে পর্দার বিষয়টি এবং সেখানে আদৌ সে ধরনের পরিবেশ আছে কি না, সেটি বিবেচনায় রাখতে হবে।-এনটিভি
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন