বুধবার, মে ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

পুকুর খনন করতে গিয়ে সন্ধান মিলল রহস্যময় সুড়ঙ্গ পথের!

পাবনার ঈশ্বরদী উপজেলার নুরুল্লাপুর গ্রামে পুকুর খনন করতে গিয়ে প্রাচীন একটি রহস্যময় সুড়ঙ্গ পথ ও ইটের তৈরি বাড়ি সদৃশ্য স্থাপনার সন্ধান পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের খন্দকার খায়রুল ইসলামের ব্যক্তি মালিকানাধীন একটি জমিতে পুকুর খনন করার সময় ওই প্রাচীন স্থাপত্যের নিদর্শন মেলে।

ওই গ্রামের বাসিন্দা জমির মালিক খন্দকার খায়রুল ইসলাম জানান, আমি ১৯৪৭ সালে জনৈক অন্তু মজুমদারের কাছ থেকে এই জমি কিনেছিলাম। কয়েকদিন আগে ড্রেজার মেশিন দিয়ে খননের কাজ শুরু করেন। পুকুরটি প্রায় ২৫ ফুট খনন করার পর মাটি কাটার শ্রমিকরা প্রথমে কিছু পুরনো ইটের সন্ধান পান।

এরপর মাটি খুঁড়তে খুঁড়তে পাকা ঘরের মোটা বিম ও চওড়া দেওয়াল আবিষ্কার করেন তারা। এ সময় বাড়ি সদৃশ্য স্থাপনা ও দেওয়ালের পাশেই একটি সুড়ঙ্গ পথের সন্ধান পান মাটিকাটা শ্রমিকরা। খায়রুল ইসলাম জানান, সুড়ঙ্গপথ দেখে মাটি কাটা শ্রমিকরা ভয় পেয়ে মাটিকাটা বন্ধ করে দিয়েছেন। গ্রামের ছোট বড় অনেকেই টর্চ লাইট নিয়ে সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করেছিল। তেমনি একজন সেলিম মৃধা (৪২) জানান, সুরঙ্গটির দৈর্ঘ্য প্রায় ৫৫ ফুট। ভেতরে যাওয়ার পর তারা দেখতে পান সুড়ঙ্গটির শেষ দিকে দুটি পথ দুদিকে চলে গেছে। একটি দিয়ে কিছুদূর যাওয়ার পর তারা সেটি বন্ধ দেখেছে। এরপর ভয়ে দ্বিতীয় পথটি দিয়ে যাওয়ার সাহস পাননি তারা।

এলাকার একাধিক প্রবীণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বপুরুষ থেকে তারা জেনে আসছেন ওই গ্রামে নীলকরদের কুঠি ছিল। তবে আমরা দেখতে পাইনি। শুধু কয়েকটি মোটা মোটা প্রাচীর (ধ্বংসপ্রায়) দেখতে পেয়েছি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানোয়ার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের হেফাজতে দিয়েছি। পুকুর খনন কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে।

ইউএনও আরও জানান, বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রত্নতত্ব বিভাগকে লিখিতভাবে জানিয়েছি। তাদের বিশেষজ্ঞ টিম দিয়ে স্থাপনার বিষয়টি খতিয়ে দেখে যে নির্দেশনা দেবে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাবনায় ভুয়া মেজর মমিনুল ইসলাম গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় মমিনুল ইসলাম নামে এক ভুয়া মেজরকে গ্রেপ্তার করেছেবিস্তারিত পড়ুন

পাবনায় নারীকে চুল কেটে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় দেহ ব্যবসার অপবাদ দিয়ে এক নারীর চুল কেটেবিস্তারিত পড়ুন

পাবনায় দুই দিনে নববধু সহ ৬ জনের আত্মহত্যা

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্নস্থানে গত দুই দিনে নববধু ও স্কুলবিস্তারিত পড়ুন

  • মুঠোফোনে প্রেম অতঃপর তালাকপ্রাপ্ত এক গৃহবধূকে গণধর্ষণ, আটক ৪
  • ২০০০ টাকা ঋণ নিতে গিয়ে গণধর্ষণের শিকার!
  • পাবনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • পাবনায় ধর্ষণ মামলায় ক্লিনিক মালিক আটক
  • স্ত্রীর ওড়নায় স্বামীর আত্মহত্যা
  • পাবনায় বাস উল্টে নিহত ৩
  • পাবনায় গর্ভের সন্তানকে নষ্ট করতে রাজি হয়নি স্ত্রী, অতঃপর যা করলেন স্বামী জানলে চমকে যাবেন–
  • পাবনায় বিলের মধ্যে থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
  • পাবনায় যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যা
  • পাবনায় গির্জার নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • পাবনায় আখ ক্ষেতে গৃহবধূর লাশ !
  • মুত্যুর কারন যে সিগারেট তার দাম বেশি নেওয়ায় জরিমানা