রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘বছর শুরু হলো স্ত্রীর সঙ্গে ঝগড়া দিয়ে’

ডা. মীর জয়নাল আলীর বয়স ৭২। স্ত্রীসহ মোহাম্মদপুরের বাবর রোড থেকে এসেছেন হাজার কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রথম ফটকেই তাদের থামিয়ে দেওয়া হয়। কারণ স্ত্রীর সঙ্গে ভ্যানিটি ব্যাগ। ব্যাগ নিয়ে ঢোকা যাবে না। বাধ্য হয়ে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে রইলেন এই সাবেক সরকারী কর্মকর্তা। স্বামীকে রেখেই স্ত্রী গেলেন বর্ষবরণ অনুষ্ঠানে। তার আগে দুজনের মাঝে হয়ে গেল ছোট্ট একটি ঝগড়া। স্ত্রী বলছিলেন, রিকশা নিয়ে বাসায় গিয়ে ব্যাগ রেখে আসতে। বললেন, ‘নিরাপত্তা এত কড়াকড়ি হবে তা কয়েক আগ থেকে গণমাধ্যমে জানালেই পারত।’

আজ শুক্রবার ভোর ছয়টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ‘সানসিল্ক নিবেদিত হাজারও কণ্ঠে বর্ষবরণ’। সূর্য ওঠার আগেই দর্শক আসতে শুরু করে। তবে ভ্যানিটি ব্যাগ ও পার্স থাকায় অনেক নারী দর্শক ভেতরে প্রবেশ করতে পারেননি। ব্যাগ থাকায় বিপদে পড়েছেন গণমাধ্যমকর্মী থেকে শুরু করে সাধারণ দর্শকও। নিরাপত্তার কথা বলে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

তাদের গেটের সামনে জটলা পাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যারা গাড়ি নিয়ে এসেছিলেন তারা ব্যাগ গাড়িতে রেখে প্রবেশ করেন। মহাখালী থেকে আসা এক সাংবাদিক ক্যামেরার ব্যাগ থাকায় তাকে প্রবেশের অনুমিত দেওয়া হয়নি। ফটোসাংবাদিক বলেন, ‘ক্যামেরার ব্যাগ থাকায় ভেতরে যেতে পারব না! আমার অ্যাসাইনমেন্ট করবে কে? নিরাপত্তার অজুহাতে ব্যাগ নিষিদ্ধ না করে ভালোমতো চেক করে নিলেই পারে। মাথা ব্যথা হলে দেখি মাথাই কেটে ফেলতে হবে!’

একটি জাতীয় পত্রিকার এই সাংবাদিক আরও বলেন, ‘পুলিশ বলছে কাল চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানেও ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। অথচ আমি আমার সহকর্মীদের নিয়ে কাল সংবাদ সংগ্রহ করেছি। আমাদের সবার সাথেই ব্যাগ ছিল।’
স্টলের জন্য আনা পণ্য ভেতরে ঢুকতে না দেওয়ায় এভাবে পথে রেখে অপেক্ষা করতে দেখা গেছে

এখানে দায়িত্বরত পুলিশ ইনচার্জ আসিফুর রহমান বলেন, ‘আজ (শুক্রবার) সকালেই উপর থেকে কড়া নির্দেশ এসেছে ব্যাগ নিয়ে যেন কাউকে ঢুকতে দেওয়া না হয়। নির্দেশ পালন ছাড়া আমাদের কিছু করার নেই।’

আগে কেন জানানো হয়নি, জানতে চাইলে তিনি এডিসি সত্যজিতের সঙ্গে কথা বলতে বলেন। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা তখন সম্মেলন কেন্দ্রের ভেতরে। এডিসির সঙ্গে কথা বলতে যেতে চাইলে গেটে থামিয়ে দেওয়া হয়।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার। সেখানে স্টল নিয়েছে ‘রুপচাদা’। স্টল কর্মীদেরও মাল নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় স্টলের মাল ফেলে রাখতে দেখা যায়। ক্ষুব্ধ এক স্টল কর্মী বলেন, ‘স্টলের সব কাগজ দেখানোর পরও ঢুকতে দিল না। জনসাধারণের ভোগান্তিতে ফেলে এই নিরাপত্তা কার জন্য?’

একইভাবে ১১ বছরের বাচ্চার কাঁধে সুপারম্যানের ব্যাগ থাকায় তাকে ঢুকতে না দেওয়ায় বাবা-মাসহ ফিরে যেতে দেখা যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আগারগাঁওয়ে সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে শুরু হয়েছে বর্ষ বিদায় এবং হাজারও কণ্ঠে বর্ষবরণ। অনুষ্ঠান চলবে আজ দুপুর ১২টা পর্যন্ত।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ