সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাংলাদেশের স্পিন-ফাঁদ এড়াতে ৬ পিচে প্রস্তুতি অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফরের আগে ডারউইনে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা অজিদের প্রধান চিন্তা হয়ে দাঁড়াচ্ছে টাইগার স্পিনাররা। সাকিব-মিরাজদের সামলাতে তাই স্পিন উপযোগী উইকেটে প্রস্তুতি চলছে অজিদের। স্মিথদের প্রধান কোচ ড্যারেন লেম্যান এমনটাই জানিয়েছেন।

দেশ ছাড়ার আগে অজিদের এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প হবে নর্দান টেরিটরির (এনটি) শহর ডারউইনে। মূলত বাংলাদেশের কন্ডিশনের মত আঁচ থাকবে বলেই ডারউইনের প্রস্তুতি ক্যাম্প। সেখানে এখন তাপমাত্রা ২১-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যেটি বাংলাদেশের বর্তমান তাপমাত্রার খুবই কাছাকাছি। সেখানে অনুশীলন করলে তা বাংলাদেশ সফরের জন্য সহায়কই হবে। এজন্যই ডারউইনকে বেছে নেয়া।

বোর্ডের সঙ্গে দীর্ঘ এক মাস দ্বন্দ্বে বেকার ছিলেন স্মিথ-ওয়ার্নাররা। অনেক জলঘোলা করে হয়েছে দ্বন্দ্বের অবসান। অথচ বর্তমান এই দলটার কারও নেই বাংলাদেশে খেলার অভিজ্ঞতা। টাইগারদের বিপক্ষে এই প্রস্তুতি অল্প হয়ে গেল নাতো? লেম্যান বরং মনে করছেন উল্টোটাই, ‘আমার তো মনে হয় এই লম্বা বিরতিটাই ওদের জন্য ভালো হয়েছে। এর আগে ওরা লম্বা একটা সময় খেলার মাঝে ছিল, অনেক ভ্রমণ করতে হয়েছে। নতুন একটা মৌসুমের আগে ওরা বেশ চনমনেই থাকবে এতে। আবারও মাঠে ফিরতে পেরে ছেলেরা বেশ রোমাঞ্চিত।’

গত অক্টোবরে বাংলাদেশের মাটিতে ইংলিশদের নাকানিচুবানি খাওয়া ফলাফলটা ভালোই জানা আছে লেম্যানের। অজিদের জন্য যে একই পন্থা অবলম্বন করবে বাংলাদেশ, সেটা তো ‘ওপেন সিক্রেট’ই। তাই টাইগার স্পিনারদের সামলাতে নাকি বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের মত করেই পিচ বানানো হয়েছে ডারউইনে। যাতে বল খুব বেশি লাফায় না, ধূলাওড়া পিচ, টার্ন থাকে প্রচুর।

‘বাংলাদেশে আমরা যে ধরনের পিচ পেতে পারি, ঠিক সে রকম কিছু পিচই আমাদের বানিয়ে দিয়েছে এনটিসিএ (নর্দান টেরিটোরি ক্রিকেট অ্যাসোসিয়েশন)। বল নিচু থাকবে, ধীরে আসবে এবং প্রচুর স্পিন করবে। এখানে ঢাকার মাঠের মত করে তিনটি পিচ আছে, চট্টগ্রামের মত করেও তিনটি পিচ আছে। আমরা এখানে খেলেই প্রস্তুতিটি নেব।’ লেম্যান যোগ করেন।

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে দুবাইয়েও প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা আছে অজিদের। ২০১২ সালে ভারত সফরের আগে দুবাইতে ক্যাম্প করেছিল ইংল্যান্ড। ওই সফরে প্রথমবারের মত ভারতের মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংলিশরা। অ্যালিস্টার কুকদের সেই অভিজ্ঞার কথা মাথায় রেখেই দুবাই আবহের ডারউইন ‘থেরাপি’ দেয়া হচ্ছে স্মিথ বাহিনীকে।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা