রবিবার, মে ১২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ষোড়শ সংশোধনী নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যে আইনজীবীরা

বিএনপিপন্থীরা বললেন ‘আপত্তিকর’, আওয়ামীপন্থীরা ‘গঠনমূলক’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে সংসদ সদস্যদের বক্তব্য নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে সংসদ সদস্যদের রাখা বক্তব্য আপত্তিকর।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি সংসদ সদস্যদের বক্তব্যকে অপত্তিকর মন্তব্য করে তা প্রত্যাহারের দাবি জানান।

তবে এর পরই সমিতির আওয়ামীপন্থী অংশ পাল্টা সংবাদ সম্মেলন করে সংসদ সদস্যদের ওই আলোচনাকে গঠনমূলক বলে অভিহিত করে বক্তব্য দেন।

আইনজীবী সমিতির ব্যানারে এই রকম সংবাদ সম্মেলন আয়োজন সভাপতি ও সাধারণ সম্পাদকের এখতিয়ারে নেই বলে দাবি করে সমিতির সরকার সমর্থক অংশ।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষোদগার করে সংবিধানকেই অবমাননা করেছেন। সংসদে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের কটাক্ষ করে যে আপত্তিকর বক্তব্য রাখা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। এভাবে তারা জনগণকে আঘাত ও অপমান করেছেন।

জয়নুল আবেদীন আরো বলেন, ‘বক্তব্য দেওয়া হয়েছে যে, আপনারা সংবিধানের আর্টিকেল-৭ লঙ্ঘন করেছেন। আপনাদের রিভিউ করে এই রায় বাতিল করতে হবে। মনে হচ্ছে যেন আদেশ দিচ্ছেন আদালতকে। তারা সংবিধানের নির্দেশনা মানে না। রায় পরিবর্তনে বিচারকদের ভয়ভীতি দেখাচ্ছে। চাপ দিচ্ছে।’

তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে সংসদ সদস্যদের রাখা বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক এম মাহবুব উদ্দীন খোকন, সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনসহ বারের বিএনপিপন্থী সদস্য ও আইনজীবীরা।

অপরদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থীদের আয়োজিত পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সিনিয়র সহসভাপতি মো. অজি উল্লাহ। তিনি বলেন, বিএনপির আইনজীবীরা তাঁদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবাদ সম্মেলন করেছেন। জাতীয় সংসদে সংসদ সদস্যদের আলোচনা ছিল প্রাণবন্ত ও গঠনমূলক। তিনি বলেন, সংবিধানের যেকোনো সংশোধনীর রায় গুরুত্বপূর্ণ বিষয়। এর পক্ষে-বিপক্ষে আলোচনা হওয়াটা স্বাভাবিক।

অজি উল্লাহ আরো বলেন, ‘সংসদের ভেতরে আলোচিত কোনো বিষয় নিয়ে বারের ব্যানারে সংবাদ সম্মেলন করা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা ছাড়া আর কিছুই নয়। আজকের এই সংবাদ সম্মেলন করার মাধ্যমে সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক মহোদয় রাষ্ট্রের দুটি স্তম্ভের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করেছেন। যা অনভিপ্রেত।’

এই সংক্রান্ত আরো সংবাদ

কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা

বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনের ৭২ কর্মকর্তা চাকরি ছেড়েছেন।বিস্তারিত পড়ুন

মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জবিস্তারিত পড়ুন

  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল
  • রিমান্ডে ধর্ষণের কথা ‘স্বীকার’ করলেন তুফান সরকার
  • আইনমন্ত্রীর খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ
  • হলি আর্টিজানে হামলার ‘অন্যতম পরিকল্পনাকারী’ রাশেদ গ্রেপ্তার
  • হবিগঞ্জে চার শিশু হত্যা : তিনজনের ফাঁসির রায়