শনিবার, মে ১১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিপিএলে গেইল খেলবেন ৫ ম্যাচ, ম্যাচপ্রতি পারিশ্রমিক নিবেন কত টাকা?

গেইল শেষ চার মাস ছিলেন মহা আনন্দে। রিয়াল মাদ্রিদের খেলা দেখা থেকে শুরু করে ঘোরা-ঘুরি সব করেছেন চুটিয়ে। তবে শেষ এক সপ্তায় গেইল বিপিএলের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করেন। আগামীকাল তার ঢাকায় পৌঁছানোর কথা। ২৭ নভেম্বর মিরপুরে চিটাগাং ভাইকিংসের হয়ে মাঠে নামবেন।

8টি-টোয়েন্টিকে ‘হাতের মোয়া’ বানিয়ে ফেলা এই তারকা আগে বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন। এবার ২৪টি ম্যাচ পার হয়ে গেলেও গেইলের দেখা মেলেনি।

চিটাগাং ভাইকিংস টুর্নামেন্টের শুরুতে খুব একটা ছন্দে ছিল না। চট্টগ্রাম পর্বের শেষ দিকে এসে মোট চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে গেছে গেইলহীন দলটি।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, পাঁচ ম্যাচের জন্য গেইলকে নিয়ে আসা হচ্ছে। পাঁচ ম্যাচের জন্য এবারের বিপিএলে রেকর্ড পারিশ্রমিকও নিচ্ছেন গেইল। ২ লাখ ডলার, অর্থাৎ ম্যাচপ্রতি ৪০ হাজার ডলার পারিশ্রমিক নিচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশি মুদ্রায় এক ম্যাচের জন্য গেইল পাবেন ৩২ লাখ টাকা! তবে গেইল কোন পাঁচ ম্যাচে খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

বিপিএলে এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে তামিমের দল। জিতেছে ৪টি, হেরেছে ৪টিতে। প্রথম পর্বে আরো ৪টি ম্যাচ খেলবে তারা। ৪ ম্যাচের ৩টিতে জিতলেই চিটাগংয়ের শীর্ষ চারে থাকা প্রায় নিশ্চিত। তবে ৩ কিংবা ৪ নম্বর পজিশনে থাকলে চিটাগংকে ফাইনালে যেতে হলে ২টি কোয়ালিফাইয়ার ম্যাচ খেলতে হবে। সে ক্ষেত্রে ম্যাচ বেড়ে যাচ্ছে তাদের।

অন্যদিকে ১ কিংবা ২-এ থাকলে চিটাগংকে ফাইনালে যেতে হলে খেলতে হবে শুধু এলিমিনেটর রাউন্ড। সে ক্ষেত্রে একটি ম্যাচ কম খেলতে হবে তামিমের দলকে। সব মিলিয়ে ফাইনাল পর্যন্ত যেতে পারলে চিটাগং ভাইকিংসের মোট ম্যাচ ৬টি বা ৭টি।

প্রথম পর্বে এখনো ম্যাচ বাকি ৪টি। নিশ্চিতভাবেই ঢাকায় এসে প্রথম পর্বের ৪টি ম্যাচেই মাঠে নামবেন গেইল। টিম ম্যানেজমেট সূত্রে জানা গেল, ২৭ নভেম্বর মিরপুরে এবারের আসরে নিজের প্রথম ম্যাচ খেলবেন গেইল। এরপর নিজেদের অবস্থান জেনে গেইলকে নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেট। গেইল আসছেন ৫ ম্যাচ মাতাতে। এই ৫ ম্যাচে কার ওপর দিয়ে ঝড় যায়, সেটাই দেখার বিষয়!

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী