বুধবার, মে ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বিহারে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

ভারতের বিহারের পাটনায় ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন ২৬ জন। তবে এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল থেকে তাদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। খবর এনডিটিভির।

গতকাল শনিবার সন্ধ্যায় বিহারের গঙ্গায় ৪০ জন যাত্রী নিয়ে নৌকাডুবির এ ঘটনা ঘটে। হিন্দুদের ধর্মীয় উৎসব মকর সংক্রান্তিতে যোগ দিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের সন্ধানে রবিবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। এখন পর্যন্ত ছয় জনকে উদ্ধার করা হয়েছে। এদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুবুরিদের পাশাপাশি স্থানীয়রা নৌকার মাধ্যমে নিখোঁজদের সন্ধান করছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার গতকাল এই দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী ছিলো। নৌকাডুবির ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিল করা হয়েছে।

প্রতিবছর পৌষ সংক্রান্তিতে এ অঞ্চলে তিন দিনব্যাপী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যুগ্ম সচিব অনিরুদ্ধ কুমার জানান, উদ্ধারকর্মীরা রাতে পানি থেকে ২২টি লাশ উদ্ধার করেছে। রবিবার সকালে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, তীর থেকে খুব একটা দূরে নৌকাডুবির ঘটনাটি ঘটেনি। তাই কয়েকজন সাঁতরে নিরাপদেই তীরে উঠতে পেরেছেন। এই ঘটনায় ১৮ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। নগরীর একটি হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

আল জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েলী পুলিশ

ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসেবিস্তারিত পড়ুন

  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 
  • ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত
  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত