সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ব্যাট হাতে যে ভুল আর কখনো করবেন না তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান রয়েছে তামিম ইকবালের। তাছাড়া ডাম্বুলার মাটিতেও অনবদ্য রেকর্ডের মালিক হয়েছেন তামিম। প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে নামার আগে সংগ্রহে ছিল ৯৯৯৯ রান।

১টা রান হলেই ওই মাইলফলকটা ছোঁয়া হতো। শুধু ছুঁলেনই না, শ্রীলঙ্কান বোলারদের ভোগান্তি উপহার দিয়ে খেললেন ১২৭ রানের দুর্দান্ত ইনিংস। ক্যারিয়ারের মাত্র ৮ম ফিফটি। ‘মাত্র’ বলার কারণ, তামিমের কমপক্ষে আরও ১০টি ইনিংস তিন অংকের সম্ভাবনা জাগিয়ে থেমে গেছে। সেই ভুল এবার বুঝতে পেরেছেন দেশসেরা ওপেনার।

কলম্বোতে শততম টেস্টে দারুণ ব্যাটিংয়ে ৮২ রান করে হুট করে আউট হয়ে গেলেন! তার মতো আফসোসে পড়তে হয় লাখো লাখো ক্রিকেট প্রেমীকে। ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরির সংখ্য ৩৪টি। এর মধ্যে কমপক্ষে ২২টি ইনিংসে তিনি ষাটোর্ধ রান করে আউট হয়েছেন! আরও স্পষ্ট করে বললে, ৯৫ রানে দুইবার, আশির ঘরে ৩বার, ৭০ এর ঘরে ৬বার এবং ৬০ এর ঘরে ১৩ বার আউট হয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।

টেস্টেও ৮টি সেঞ্চুরির বিপরীতে ২২টি হাফ সেঞ্চুরি তার। এর মধ্যে ষাঠোর্ধ ইনিংস খেলে আউট হয়েছেন ১২ বার। ৯৫ রানে একবার, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ রানে একবার করে, সত্তরের ঘরে ৩বার এবং ৬০ এর ঘরে ৩বার আউট হয়েছেন তিনি। দারুণ খেলতে খেলতে হুট করে বাজে একটা শট খেলে বসেন। এই যে ভুল এটা আর করতে চান না তামিম। বেশিরভাগ ক্ষেত্রেই ফিরতে হয় সাজঘরে। তাই তিন অংকে পৌঁছা হয় না তার।

কিন্তু শনিবারের ম্যাচে দেখা গেল অন্য এক তামিমকে। প্রয়োজন মাফিক কখনও ধীরস্থির আবার কখনও শট খেলেছেন। ড্রেসিংরুম থেকেও এমন বার্তাই এসেছিল তার কাছে। যতক্ষণ সম্ভব উইকেটে টিকে থাকতে হবে। কারণ সবাই জানে, তামিমের উইকেটে থাকা মানে রান আসবেই।

৯০ এবং ১৪৪ রানের দুটি বড় জুটিতে তার বিশাল অবদান। এমন তামিমকেই তো দেখতে চায় সবাই। তামিম নিজেও এমনটাই চান। দেশসেরা ওপেনার তাই এখন ধুমধারাক্কা শট না খেলে ম্যাচের চাহিদা অনুযায়ী খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যা তামিমের জন্য তো বটেই, দলের জন্যও ইতিবাচক। কারণ তামিমের ব্যাট হাসলে হেসে ওঠে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা