ভারতের ‘ভুয়া ধর্মনিরপেক্ষতা’ নিয়ে সরব তসলিমা
ভারতের ছদ্ম ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে সুর চড়ালেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার তিনি টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি ভারতীয় সাহিত্যিক লেখক-লেখিকাদের দ্বৈতচরিত্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাঁর কথায়, “ভারতের কিছু সাম্প্রদায়িক হিংসার ঘটনায় সাহিত্যিকরা তাঁদের অ্যাওয়ার্ড ফিরিয়েছেন। এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। কেউ কোনও নতুন ধারণা উদ্ভাবন করেন, অন্যেরা তাঁদের সমর্থন করেন। তবে এর মধ্যে দাঁড়িয়ে দ্বৈত ভূমিকা বজায় রাখা ঠিক নয়।”
নিজের অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে এর পর তসলিমা বলেন, পশ্চিমবঙ্গ থেকে যখন তাঁকে তাড়িয়ে দেওয়া হয় অনেক লেখকই প্রতিবাদ করেননি। এমনকী তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে অনেকেই লিখিত অভিযোগ জানান। এর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মনিরপেক্ষতা নিয়ে বলতে গিয়ে তসলিমা বলেন, “ভারতের ধর্মনিরপেক্ষ মানুষের মধ্যে বেশিরভাগই ইসলামপন্থী ও হিন্দু বিরোধী। নেতারা মুসলিমদের কাছে আসেন কেবল ভোটের সময়।” এর পরেই ২০১৩ সালে পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যালঘুদের উপর হওয়া হামলার প্রসঙ্গ তুলে নিজের সুর চড়ান তসলিমা নাসরিন।
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন