সোমবার, মে ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মাশরাফির বিদায়ে ওয়ালশও বিস্মিত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার খানিক আগে অবসরের ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। এরপরই ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে পরিণত হয় মাশরাফির অবসর প্রসঙ্গ। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ময় প্রকাশ করেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। মাশরাফির এই সিদ্ধান্তে আর সবার মতো কোর্টনি ওয়ালশও দারুণভাবে বিস্মিত। প্রথম টি-টোয়েন্টি চলাকালে ধারাভাষ্যকার বাংলাদেশের বোলিং কোচের কাছে মাশরাফির অবসর প্রসঙ্গে জানতে চাইলে ওয়ালশ বলেন, ‘আমি তার অবসরের খবর শুনে বিস্মিত হয়েছি। এখন পর্যন্ত দারুণ খেলছে সে। নিশ্চয় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে সে।’ মাশরাফিকে একজন যোদ্ধা হিসেবে অভিহিত করেন ক্যারিবীয় কিংবদন্তি এই বোলার। তিনি বলেন, ‘মাশরাফি একজন সত্যিকারের যোদ্ধা। বাংলাদেশের ক্রিকেট দারুণভাবে মিস করবে তাকে।’

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অবসরের ঘোষণা দেন মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজ খেলেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মাশরাফি তাঁর ভক্ত-সমর্থকদের উদ্দেশে লিখেছেন, ‘বাংলাদেশ টিমকে টি-টোয়েন্টি ইন্টারন্যাশনালে ১০ বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার ওপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সব সময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সব সময় চেষ্টা করেছি আমার ফ্যানদের খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যানের কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত, বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভালো ক্রিকেট খেলবে।

‘আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। আমি বাংলাদেশ এর টি-টোয়েন্টি টিমের নতুন অধিনায়ককে আগাম অভিনন্দন জানাই এবং আমি নিশ্চিত বাংলাদেশ ক্রিকেটের সেরা সময় সামনে আসবে।
‘শীঘ্রই আবার দেখা হবে। সকলের জন্য আমার আন্তরিক ভালোবাসা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী