শুক্রবার, মে ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মাহমুদউল্লাহ-সৌম্যকে নিয়ে মাশরাফির আক্ষেপ

খুব বেশি দিন আগের কথা নয়। বাংলাদেশ দল একের পর এক সাফল্যের জোয়ারে ভাসছিল। সে সময় যারা নিয়মিত হাল ধরতেন, তাদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। ওপেনিং কিংবা ওয়ান ডাউনে নেমে রানের ফুলঝুরি ছড়াতেন সৌম্য। আর মিডল-অর্ডারে নির্ভরতার প্রতীক ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

গত বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ। পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও শতকের দেখা পেয়েছিলেন। এর পরেও মাহমুদউল্লাহর ব্যাট হেসেছিল প্রায় নিয়মিতই। বিপিএলেও দারুণ ফর্মেই ছিলেন তিনি। তাই নিউজিল্যান্ড সফরে তার কাছে প্রত্যাশাটা পাহাড়সম!

এই প্রত্যাশাই কি তাহলে চাপ হয়ে যাচ্ছে মাহমুদউল্লাহর জন্য? তিন ম্যাচে তার ব্যাট তো মোটে হাসলোই না। যা করলেন, তা তার নামের পাশে সত্যি বেমানানই বটে। তিন ওয়ানডেতে মাহমুদউল্লাহর সংগ্রহ মাত্র চার রান!

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ম্যাচে রানের খাতা খোলার আগেই জেমস নিশামের বলে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ। লেনসনের স্যাক্সটন ওভালে গড়ানো দ্বিতীয় ওয়ানডেতে ১ রান করতেই লকি ফার্গুসনের বলে সরাসরি বোল্ডআউট হন তিনি। আর তৃতীয় ওয়ানডেতে ৭ বলে করেছেন তিন রান।

অপরদিকে সৌম্য সরকার তো এখন দলেই সুযোগ পাচ্ছেন না। দীর্ঘ দিন ফর্মহীনতায় ভোগা সৌম্য প্রথম ওয়ানডেতে সুযোগ দিলেও তা কাজে লাগাতে পারেননি। ৮ বল মোকাবেলা করে মাত্র ১ রানেই থামে তার ব্যক্তিগত ইনিংস। যে কারণে পরের দুটি ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি। তবে টি-টোয়েন্টি দলেও আছেন তিনি। তাকে সেরা ফর্মেই দেখতে চাচ্ছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা!

তৃতীয় ওয়ানডেতে হারের পর মাহমুদউল্লাহ-সৌম্য নিয়ে আক্ষেপ করেন টাইগার দলপতি। বলেন, ‘সৌম্য ফর্মে থাকলে ভালো হতো। মাহমুদউল্লাহ দুর্ভাগ্যজনকভাবে সফল হতে পারেনি। যারা আছে তাদের ফর্মে থাকা খুব জরুরি। আমি বিশ্বাস করি সামর্থ্যের জায়গায় আমরা পিছিয়ে নেই। স্কিল ঠিকই আছে। তবে মানসিকতাকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারিনি, যেখানে পৌঁছালে সাফল্য ধরা দেয়। মনে হয়, এটাই পার্থক্য।’

ওয়ানডে সিরিজ এখন অতীত। টি-টোয়েন্টি সিরিজে ফর্মে ফিরবেন মাহমুদউল্লাহ-সৌম্য। দলের জয়ে রাখবেন গুরুত্বপূর্ণ অবদান। কিউইদের বিপক্ষেই তাদের ব্যাট হাসবে, এমন প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীর। দেখা যাক কী হয়!

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা