মুসলিম হয়ে কেন সিঁদুর দিয়েছেন এই নারী? আলোচনার ঝড়!
কৃষ্ণদাসী নামে একটি ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করছেন সানা আমিন শেখ। সেই কারণে তাঁকে সিঁদুরও পরতে হয়েছিল। সেই নিয়েই বিতর্কের মুখে পড়লেন এই নারী।
সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে সানার সিঁদুর পরা নিয়ে প্রশ্ন তুলেছে। সানাকে এমনও বলা হয়েছে, মুসলিম হয়ে তিনি কীভাবে হিন্দুদের মতো সিঁদুর ও মঙ্গলসূত্র পরতে পারেন? অনেকে তাঁকে “মুসলিম নন” বলেও কটাক্ষ করেছেন।
তবে বিতর্ক এখানেই থেমে থাকেনি। এর জবাবও দিয়েছেন সানা। ফেসবুকে তিনি লিখেছেন, প্যাক আপের পর তিনি কেন সিঁদুর পরেছেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। তিনি যদি সিঁদুর পরেন, সেটি তাঁর ইচ্ছা। সেই জন্য তিনি মুসলিম থাকবেন না? তাঁর দিদিমা ও মা মঙ্গলসূত্র পরেন। তার মানে কি তাঁরাও মুসলিম নন? প্রশ্ন তুলেছেন সানা। তিনি আরও বলেছেন, যারা এই প্রশ্ন তুলেছে, তারা তাঁর সিরিয়াল দেখে কেন?
এর আগে ২০০৪ সাল পর্যন্ত রেডিও মির্চিতে RJ হিসেবেও কাজ করেছেন সানা। এবছর ১৫ জানুয়ারি তিনি টেলিভিশন শোয়ের পরিচালক আজিজ় শেখকে বিয়ে করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন