মেকআপের আগে ত্বকের যত্ন নিচ্ছেন তো?
উল্টোপাল্টা মেকআপ ত্বকের জন্য বেশ ক্ষতিকর। কিন্তু আপনি যদি মেকআপ করার আগে ত্বকের কিছু যত্ন নিতে পারেন তাহলে ক্ষতির মাত্রা কিছুটা হলেও কম হবে। কয়টি ধাপে মেকআপের আগে ত্বকের যত্ন নেবেন, সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে। চলনু, একনজরে দেখে নিই।
১. প্রথমে ত্বকে ভালো করে পরিষ্কার করে নিন। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে তুলা দিয়ে মুছে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।
২. সামান্য স্ক্রাবার নিয়ে পাঁচ মিনিট ত্বক ম্যাসাজ করে নিন। এতে মরা কোষ দূর হয়ে ত্বক হবে নরম ও মসৃণ। তবে স্ক্রাবিংয়ের পর অবশ্যই ত্বকে বরফ ঘষে নেবেন। না হলে মেকআপ লোমকূপের মুখে জমে যেতে পারে।
৩. বেশি করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মনে রাখবেন, ময়েশ্চারাইজার ব্যবহারের কারণে মেকআপ অনেক বেশি ন্যাচারাল মনে হবে এবং মেকআপ ফেটে যাবে না।
৪. মুখে সামান্য সিরাম অথবা ফেস ওয়েল ব্যবহার করুন। এটি ত্বককে শুষ্ক হতে দেবে না এবং ত্বক নরম ও মসৃণ রাখবে।
৫. রাতের পার্টির মেকআপের আগে নাইট ক্রিম লাগাতে পারেন। এটি মেকআপের হাত থেকে ত্বককে দীর্ঘ সময় ভালো রাখবে।
৬. দিনের পার্টির মেকআপের আগে ডে ক্রিম ব্যবহার করুন যাতে সানস্ক্রিন আছে। এর ফলে রোদের হাত থেকে ত্বক রক্ষা পাবে। কারণ যতই মেকআপ করুন না কেন সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বক রোদের কারণে পুড়ে যেতে পারে।
৭. মেকআপ করার আগে অবশ্যই চোখের নিচে আইক্রিম ব্যবহার করবেন। এতে ডার্ক সার্কেল কিছুটা হলেও দূর হবে এবং চোখের চারপাশ টানটান থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন