সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘মোদি সরকার ফেলার ছক ছিল সমাজকর্মীদের’

যে সব কমিউনিস্ট নেতা, সমাজকর্মী ও মানবাধিকার কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে মোদি সরকার ফেলার চক্রান্তের ‘যথেষ্ট সাক্ষ্য প্রমাণ’ রয়েছে। চাপের মুখে শুক্রবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন মহারাষ্ট্র পুলিশের অতিরিক্ত ডিজি পরম বীর সিংহ। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও আনন্দবাজারের।

সংবাদ সম্মেলনেই এডিজি একটি চিঠি দেখিয়ে দাবি করেন, ‘আরও একটা রাজীব গান্ধীর মতো ঘটনা ঘটিয়ে মোদি-রাজ শেষ করার কথা ওই চিঠিতেই লেখা ছিল। চিঠিতে গ্রেনেড লঞ্চারের জন্য আট কোটি টাকার দরকার বলেও উল্লেখ করা হয়েছিল।’

হাজার হাজার মাও প্রচার পুস্তিকা, ই-মেইল, চিঠি অন্যান্য নথিপত্র উদ্ধার হয়েছে। রাজীব গান্ধীর মতো ঘটনা বলতে ‘রাজীব হত্যার’ প্রসঙ্গই উল্লেখ করতে চেয়েছেন এডিজি। তিনি বলেন, পুলিশের হাতে এমন বহু প্রমাণ রয়েছে, যাতে প্রমাণ করা যাবে ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগ রয়েছে।

তিনি বলেন, মাওবাদীদের যোগসাজশে ‘রকেট লঞ্চার’ হামলার মতো বড় নাশকতার স্পষ্ট প্রমাণ মিলেছে। ‘গত জুনে এবং এই মাসে বিভিন্ন শহরে যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, অনেক আগেই তাদের সঙ্গে মাওবাদী যোগসূত্র পাওয়া গিয়েছিল। তল্লাশির পরে যা তথ্যপ্রমাণ আমরা পেয়েছি, তাতে এই যোগসূত্র আরও মজবুত হয়েছে।’

এডিজির কথায়, ‘তারা মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালাচ্ছিলেন। সমাজকর্মী রোনা জ্যাকব উইলসনের কম্পিউটার থেকে আমরা যে চিঠি পেয়েছি তাতে কমিউনিস্ট নেতা কমরেড প্রকাশকে তিনি লিখেছেন, ‘মোদি-রাজের অবসান ঘটাতে আমাদের বাস্তবসম্মত পদ্ধতি নিতে হবে।

আশা করি মাও নেতা কিষানের গ্রেনেড হামলা বাবদ ৮ কোটি রুপির প্রস্তাব আপনি পেয়েছেন। রাজীব গান্ধীর মতো ঘটনা ঘটানো যায় কিনা, ভাবছি।’ রোনাকে জুন মাসে গ্রেফতার করেছিল পুলিশ। সুপ্রিমকোর্টের নির্দেশে বৃহস্পতিবার হায়দ্রাবাদে নিজের বাড়ি ফিরেছেন তেলেগু অধ্যাপক-কবি ভারাভারা রাও।

আগের দিন ভারাভারার জামাই অভিযোগ করেছিলেন, ‘তাদের বাড়িতেও তল্লাশির সময়ে তাদের কী ভাবে হেনস্থা করেছিল পুলিশ। অদ্ভুত সব প্রশ্ন করছিল। বাড়িতে এত বই কেন, এত বই আমরা পড়ি কিনা, চীন থেকে প্রকাশিত বই রয়েছে কেন, বাড়িতে আম্বেদকরের ছবি রয়েছে, কিন্তু ভগবানের কোনো ছবি নেই কেন- এ রকম হাজারো প্রশ্ন।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন 

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ আজ রোববারবিস্তারিত পড়ুন

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টাবিস্তারিত পড়ুন

  • পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত
  • সাংবাদিকদের সুরক্ষায় যুক্তরাষ্ট্রের আহ্বান
  • ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে
  • থাইল্যান্ড সফরে দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে : প্রধানমন্ত্রী
  • তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির লাশ দুপুরে দেশে আসছে
  • ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
  • ৬০ শতাংশ মানুষ মনে করে বাইডেনের গাজানীতি ভ্রান্ত
  • কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান
  • এমভি আবদুল্লাহ চট্টগ্রামের পথে 
  • যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের হামলায় পুলিশসহ ৫ জন নিহত
  • পালিয়ে আসা ২৮৮ বিজিপি-সেনাকে ফেরত পাঠালো বিজিবি
  • যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন তুরস্কের প্রেসিডেন্ট