সোমবার, মে ৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘মোস্তাফিজের ইনজুরি নেই, বাকিরা দ্রুত সেরে উঠবেন’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের একটিও জয়ের দেখা না পেলেও একের পর এক ক্রিকেটার ইনজুরিতে পড়েছিলেন। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মুমিনুল হক, ইমরুল কায়েস ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

দলের এতগুলো গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরিতে পড়ায় একদিকে যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে লজ্জার হার বরণ করতে হয়েছে, তেমনি শঙ্কা জেগেছিল আসন্ন ভারত সিরিজ নিয়েও।

তবে আশার কথা শোনালেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। কিউইদের মাটিতে গিয়ে ইনজুরিতে পড়া টাইগার সদস্যদের আসন্ন ভারত ও শ্রীলঙ্কা সিরিজের আগেই দলে পাওয়া যাবে বলে তিনি মনে করছেন।

গতকাল বৃহস্পতিবার বিসিবিতে নিজ কার্যালয়ে গণমাধ্যমকে তিনি এমন আশার কথা শোনান।

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙ্গুলে আঘাত পাওয়া টাইগারদের সীমিত ওভারের অধিনায়ক মাশরাফির ইনজুরির ব্যাপারে তিনি জানান, ‘মাশরাফির আঙ্গুলে যে ইনজুরি আছে এ ধরনের আঘাত সারতে ৫-৬ সপ্তাহ সময় লাগে। এই সময়টা পার হতে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পার হয়ে যাবে। আমরা আরেকবার তার স্ক্যান করে অবস্থা বোঝার চেষ্টা করবো। যদি ভালো হয়ে থাকে তাহলে পুনর্বাসনের কাজ শুরু করবো এবং শ্রীলঙ্কা সফরের জন্য মাশরাফিকে প্রস্তুত করবো।’

আর ওয়েলিংটনে সিরিজের টেস্টে মাথায় ও আঙ্গুলে চোট পাওয়া টেস্ট অধিনায়ক মুশফিকের ব্যাপারে এই বিসিবি চিকিৎসকের অভিমত হলো, ‘মুশফিক হাতে ব্যথা পাওয়ার পরে অস্ট্রেলিয়াতে এক্সরে এবং সিটি স্ক্যান করা হয়েছে। কোনো ধরনের চিড়, ফাটল কিংবা ফ্রাকচারের অস্তিত্ব পাওয়া যায়নি। কিন্তু তার আঙ্গুলের ইনজুরিতে ব্যথা রয়েছে। এটার জন্য তাকে ভুগতে হবে। কেননা কিপিংয়ের সময় বারবার বল তার গ্লাভসে জমা হলে, সেখানে কিছুটা ব্যথা করবেই। কিন্তু তার কোনো ফ্রাকচার নেই, তাই আমরা ধরে নিচ্ছি ওর ব্যথা কমতে কয়েকটা দিন সময় লাগবে। এই কয়েকটা দিনের মধ্যে আমরা ওর কিছু ফিজিওথেরাপি ও অনুশীলন শুরু করে দেব। আশা করছি ভারত সিরিজে সে পুরোপুরি ব্যথামুক্ত না হতে পারলেও মোটামুটি ব্যথামুক্ত হয়ে যাবে।’

আর ইমরুলের বিষয়ে দেবাশীষ জানান, ‘ইমরুল ফিরে আসার পরে ওর এমআরআই স্ক্যান আবারো করা হয়েছে। ডায়াগোনিসিস্ট নিশ্চিত করতে এবং তার ইনজুরির গতিবিধিটা দেখার জন্যই মূলত এটা করেছি। আনন্দের কথা হলো ওর ব্যথাটা প্রায় শেষের পথে। কিন্তু যেহেতু ওর দু’সপ্তাহ হয়নি তাই আমরা ওকে এখনও বিশ্রামে রেখেছি এবং কিছু ব্যায়াম দিয়েছি। সে নিজে নিজেই সেটা করছে। ফিটনেস দেখার জন্য ৩১ জানুয়ারি আবার তার কিছু পরীক্ষা করবো।’

দেবাশীষ আরো বলেন, ‘মুমিনুলের যে ইনজুরিটা আছে, বুকের পাজরে বলের আঘাতে যে ইনজুরিটা হয়েছে ওটা আমরা সে ফিরে আসার পরে স্ক্যান করানো হয়েছে। কোনো ফ্রাকচার বা ইনজুরি নেই। কিন্তু যেহেতু পাজরের ব্যথা তাই কমতে সময় লাগবে। এটাকে রিড ট্রমা বলে। কিছু ব্রিদিং ব্যায়াম ও ফিজিওথেরাপির মাধ্যমে সে ভারত সিরিজের আগেই নিজেকে অনেকটাই ফিরে পাবে।’

মোস্তাফিজের ইনজুরি নিয়ে বিসিবি চিকিৎসক বলেন, ‘মোস্তাফিজের নামটা আমাদের ইনজুরির তালিকায় নেই। তাই আমরা ধরেই নিচ্ছি ও কোনো মারাত্মক ইনজুরিতে নেই।’

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার

দেশের প্রথম আন্তর্জাতিক নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। গত ১০বিস্তারিত পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ : আম্পায়ার ও ম্যাচ রেফারিদের নাম ঘোষণা

এক মাস পরেই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আইসিসির প্রকাশিত তালিকাবিস্তারিত পড়ুন

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

  • মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস
  • তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী