যে ৭টি অবাক করা কারণে পিরিয়ডস দেরি করে হতে পারে

পিরিয়ডস ঠিক সময়ে না-হওয়া একটি সাধারণ সমস্যা। পলিসিস্টিক ওভারি থাকলে পিরিয়ডস সচরাচর প্রতি মাসে নির্দিষ্ট তারিখে হয় না। কিন্তু তা ছাড়াও আরও অনেক কারণ রয়েছে।
পিরিয়ডস ঠিক সময়ে না হলে সব মেয়েরাই চিন্তিত হয়ে পড়েন। প্রাপ্তবয়স্ক বেশিরভাগ মেয়েরই মাথায় আসে প্রথম কথা—প্রেগনেন্সি। তবে পলিসিস্টিক ওভারির সমস্যা যাঁদের থাকে তাঁদের কখনওই নিয়ম অনুযায়ী ঠিক ২৮ দিনে পিরিয়ডস হয় না।
কিন্তু এ ছাড়াও আরও ৭টি কারণ রয়েছে যা পিরিয়ডস দেরিতে হওয়ার কারণ—
১) দৈনন্দিন রুটিন বা শিডিউলের হঠাৎ করে বিরাট পরিবর্তন হলে পিরিয়ডস পিছিয়ে যেতে পারে।
২) দূরে কোথাও বেড়াতে গেলে, বিশেষ করে যদি টাইম জোনের পরিবর্তন হয় তবে শরীর তার সঙ্গে মানিয়ে নিতে সময় নেয়। এই কারণেও দেরি হতে পারে।
৩) প্রচণ্ড স্ট্রেস থাকলে তা শরীরের সব সিস্টেমের উপরেই প্রভাব ফেলে। এর কারণেও পিরিয়ডস দেরিতে হয়।
৪) শরীর অসুস্থ থাকলে শরীরের সব অর্গানের উপরেই প্রভাব পড়ে। এর জন্যেও দেরিতে পিরিয়ডস হয়।
৫) হঠাৎ করে ওজন কমলে বা বাড়লেও পিরিয়ডস পিছিয়ে যেতে পারে।
৬) পর্যাপ্ত পরিমাণে জল না খেলে বা শরীরে জলীয় পদার্থের পরিমাণ অনেক কম থাকলে পিরিয়ডস ঠিক সময়ে হয় না অনেক সময়।
৭) তীব্র ডিপ্রেশনের শিকার হলেও তা পিরিয়ডসের উপরে প্রভাব ফেলে। শুধু পিছিয়ে যাওয়া নয়, একটি মাস স্কিপও হতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন