রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যৌন জিহাদের ফাঁদে মুসলিম নারীরা (ভিডিওসহ)

একাধিক সূত্র থেকে খবর এসেছে, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও মালয়েশিয়া থেকে একদল নারী ইরাক ও সিরিয়ায় পাড়ি জমিয়েছেন ইসলামিক স্টেট সেনাদের অনুগত থেকে যৌন জিহাদে যোগ দেয়ার আশায়। তাদের উদ্দেশ্য, ইসলামিক স্টেটের সেনারা যেন খেলাফত প্রতিষ্ঠায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে পারেন, যৌনসঙ্গ দেয়ার মাধ্যমে সে প্রণোদনা বজায় রাখতে সহায়তা করা।মালয়েশিয়ার সূত্র জানিয়েছে, ঐ দেশ থেকে যে সকল নারী ইরাক ও সিরিয়া গমন করেছেন তারা আইসিসের সংগ্রামের প্রতি সহমর্মী, তারা মনে করছেন সেখানে তাদের শারীরিক প্রণোদনা যোগানোর সুযোগ দেয়া হবে।

মালয়েশিয়ার তদন্ত কমিশন সে দেশের মধ্যপ্রাচ্য প্রতিনিধি মারফত জানতে পেরেছে, এ মুহূর্তে অন্তত ৫০ জন মালয়েশীয় ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধ করছেন। এদের ভেতর উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন যারা তথাকথিত যৌন জিহাদ চালিয়ে যাচ্ছেন।

তদন্ত কমিশনগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ রক্ষা করে থাকে। মালয়েশিয়ার পাশাপাশি ব্রিটেন ও অস্ট্রেলিয়াও তাদের প্রাপ্ত নথিগুলো গণমাধ্যমের সামনে উন্মুক্ত করেছে। শেষোক্ত দেশ দুটি থেকেই শতাধিক মুসলিম নারী ও পুরুষ ইরাক ও সিরিয়ায় আইসিসের সঙ্গে যোগ দিয়েছে বলে তাদের কাছে তথ্য আছে।

২০১৩ সালে সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে ‘জিহাদ’ পরিচালনার সময় সুন্নী যোদ্ধারা একটি ওয়াহাবী ফতোয়া প্রতিষ্ঠা করে।

ধর্মতত্ত্বের দোহাই দিয়ে ফতোয়া দেয়া হয়, ইসলামি জিহাদে নারীদের ‘জিহাদ আল নিকাহ’ বা যৌন জিহাদ শাস্ত্রসম্মত বৈধ। ওয়াহাবি সে ফতোয়ায় ১৪ বছর বা তার বেশি বয়েসী নারীদের যৌন জিহাদে রীতিমতো উৎসাহ প্রদান করা হয়। সে সময়ে তিউনিসিয়া থেকে প্রচুর তরুণী এ তত্ত্বে আস্থা স্থাপন করে সিরিয়া গমন করেন।

সুন্নী ওয়াহাবি মতাবলম্বী আইসিস চলতি বছরের জুন মাসে ইরাকী শহর মসুল দখলের পর খেলাফত প্রতিষ্ঠা করে এবং আন্দোলন চলাকালে স্থানীয় নারীদের ওপর যৌন জিহাদ চাপিয়ে দেয়া হয়। জানা যায়, রাস্তার দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটিয়ে স্থানীয় পরিবারগুলোর কাছে অবিবাহিতা মেয়েদের যৌন জিহাদে যোগ দিতে পাঠিয়ে ‘জিহাদী দায়িত্ব’ পালন করার নির্দেশ দেয়া হয়। অন্যথায় সংশ্লিষ্ট পরিবারটিকে শরীয়াহভিত্তিক কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করে দেয়া হয় ইসলামিক স্টেটের পক্ষ থেকে।

সে সময় থেকে বর্তমান সময় পর্যন্ত অসংখ্য নারী ভয়াবহ অমানবিক যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। উল্লেখ করা যেতে পারে তিউনিসিার সেই তরুণীদের কথাও, যারা স্বেচ্ছায় যৌন জিহাদে গমন করলেও পরবর্তীতে ভয়াবহ যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে দেশে প্রত্যাবর্তন করেন। তিউনিসিয়া ছাড়াও ফ্রান্স, জার্মানি, চেচনিয়া, মিশর ও ইরাক থেকে অনেক মুসলিম নারী স্বেচ্ছায় যৌন জিহাদে গিয়েছিলেন অথবা তাদের পাঠানো হয়েছিল। তাদের মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকে গর্ভে অযাচিত সন্তান নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন, কেউ কেউ থেকে গেছেন সিরিয়াতেই, স্বদেশে আর ফেরেননি।

পরবর্তীতে তাদের সাক্ষাৎকার থেকে জানা গেছে, গড়ে ২০ থেকে ৩০ বার যোদ্ধাদের মুখোমুখি হওয়া ছিল নৈমিত্তক ঘটনা। কোন কোন দিন তাদের ১০০ বারের মতো মুখোমুখি হতে হতো তাদের।

অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এখনও পর্যন্ত ৪ নারীর আত্মহত্যার খবর গণমাধ্যমে এসেছে যারা ইসলামিক স্টেট সেনাদল কর্তৃক ক্রমিক ধর্ষণের শিকার হয়েছিলেন।

সম্প্রতি খাদিজা মরিয়ম নামের সিরিয়ায় অবস্থানকারী জনৈক ব্রিটিশ নারী জিহাদীর ভাষ্য গুরুত্বপূর্ণ গণমাধ্যমসমূহে এসেছে, যেখানে তিনি বলেছিলেন ইসলামিক স্টেট কারও সম্পত্তি অন্যায়ভাবে দখল করে না, কারও নারীকে ধর্ষণ করে না, তারা সন্ত্রাসী নয়।

প্রকৃতপক্ষে ইসলামিক স্টেট যে প্রক্রিয়ায় নারীদের কাছ থেকে যৌন জিহাদ আদায় করে, সে প্রক্রিয়ায় ধর্ষণ ব্যাপারটির গায়ে ‘মুতাহ বিয়ে’ বা শাস্ত্রসম্মত অস্থায়ী বিয়ের পোশাক পরানো হয়, যে কারণে তাত্ত্বিকভাবে তা আর ধর্ষণ থাকে না বটে। কিন্তু আদপে তা ধর্ষণ, এবং ভয়াবহ যৌন নির্যাতনের আওতাভূক্ত, এমনটাই মনে করেন মধ্যপ্রাচ্যের ধর্মতাত্ত্বিকদের একাংশ।
https://youtu.be/xZG2QpMka9k

এই সংক্রান্ত আরো সংবাদ

তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী

মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন

ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস

ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন

গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন

  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়
  • দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • মিস ওয়ার্ল্ড-২০২৪ জিতলেন ক্রিস্টিনা পিসকোভা
  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • পরোক্ষ ধূমপান থে‌কে নারী‌দের সুরক্ষা চায় ‘নারী মৈত্রী’
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • মন্ত্রণালয়ের নামে ‘মহিলা’ বদলে দেয়া হচ্ছে ‘নারী’