বুধবার, মে ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রমজানে যদি আমি দু’দিন রোজা রাখি তাতে কার কী : মমতা

পশ্চিমবঙ্গ জুড়ে আরএসএসর রামনবমী উদযাপনে অস্ত্র হাতে মিছিল করেছিলেন সভ্য-সমর্থকরা৷ তা নিয়ে পুরুলিয়ার সভা থেকেই কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী৷ এদিন আসানসোলের সভাতেও উঠে এল সেই প্রসঙ্গ৷

ধর্ম নিয়ে রাজনীতি করে রাজ্যে অশান্তি বাধানোর চেষ্টা হচ্ছে বলে তার সাফ বার্তা, রাজনীতি রাজনীতির মতো থাকুক৷ তার সঙ্গে ধর্মকে মেলানো উচিত নয়৷ ধর্ম আর রাজনীতি এক নয়৷

ধর্মনিরপেক্ষতার বার্তা বরাবরই দেন মুখ্যমন্ত্রী৷ প্রশ্ন উঠছিল, তাহলে বিজেপির রামনবমী উদযাপনের বিরুদ্ধে কেন সরব হতে হচ্ছে তাকে৷ কেন বারবার তুলে ধরতে হচ্ছে ধর্ম নিয়ে বিভেদের প্রসঙ্গ৷ গতকালের সভাতেও সে ইঙ্গিত রেখেছিলেন৷ এদিনের বক্তৃতাতেও তা খোলসা করলেন মুখ্যমন্ত্রী মমতা৷

মন্ত্রোচ্চারণ করে জানিয়ে দিলেন হিন্দু ধর্ম পালন করতে হলে তা নিয়ে রাজনীতি করতে হয় না৷ এদিন চাঁচাছোলা ভাষায় তিনি জানালেন, দেশের সংস্কৃতি জানলে কেউ তরোয়াল নিয়ে বাইরে মিছিল করত না৷ মন্দিরে পুজা করত৷

তার বক্তব্য, ধর্মকে সম্মান কেউ জানাতেই পারেন৷ তাতে তো কোনও অসুবিধা থাকার কথা নয়৷ কিন্তু ধর্ম নিয়ে কেন রাজনীতি করা হবে, এটাই তার প্রশ্ন৷ এই বিভেদের রাজনীতি করে রাজ্যে অশান্তি বাধলে সব ধর্মের মানুষেরই ঘর পুড়বে৷ আর তাই আগেভাগেই এই বিভেদের ফাঁদ থেকে মানুষকে বেরিয়ে আসার ডাক মুখ্যমন্ত্রীর৷

মুসলিম ধর্মাবলম্বীদের প্রতি মুখ্যমন্ত্রীর পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলে বিরোধীরা৷ এদিনের মঞ্চ থেকে তারও জবাব দেন মুখ্যমন্ত্রী৷ সাফ জানিয়ে দেন, রমজান চলাকালীন তিনি যদি মুসলিমদের সঙ্গে দুদিন রোজা রাখেন তাতে কার কী? তিনি যেমন রামনবমী করেন, তেমন রমজানের উপবাসও করেন৷

আপনি আচরি ধর্মই মুখ্যমন্ত্রী যেন জানিয়ে দিলেন এই রাজ্যের ধর্মীয় সংস্কৃতি ঠিক কেমন৷ ধর্ম নিয়ে রাজনীতি নয়, পারস্পরিক সহাবস্থানই যে বাংলার ধর্ম, সে বার্তা আজ ফের স্পষ্ট করে দিলেন তিনি৷

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আইন ভাঙার অনুমতি কোথাও দেওয়া হবে না রাজ্যে৷ রাজনৈতিক নেতারা অস্ত্র হাতে মিছিল করলে আইন আইনের পথেই চলবে, এ কথা তিনি গতকালই জানিয়েছিলেন৷ এ দিন তারই পুনরাবৃত্তি শোনা গেল তার মুখে৷

তার সাফ কথা, নানা ধর্ম যেমন আছে, তেমনি নানা ধর্মীয় আচরণও আছে৷ কিন্তু রাজনীতির জন্য তাতে বিভেদ সৃষ্টি করা হলে তা মোটেও বরদাস্ত করা হবে না৷ পুজোর রীতি থেকে মন্ত্রোচ্চারণ করে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন, রাজনীতি নিরপেক্ষভাবেও ধর্মচারণ করা সম্ভব৷

এই সংক্রান্ত আরো সংবাদ

কানের ৭৭তম আসরের পর্দা উঠছে আজ

 শোবিজ বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র কান উৎসব ২০২৪-এর ৭৭তম আসরেরবিস্তারিত পড়ুন

এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ছয় দেশ

পর্যটকদের জন্য বড় ধরনের সুখবর দিল গালফ কোঅপারেশন কাউন্সিল বাবিস্তারিত পড়ুন

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে নিরাপত্তা পরিষদের প্রধান করা হয়েছে

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে তার পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদেরবিস্তারিত পড়ুন

  • সেই পাঁচ রাজ্যে বাইডেনের চেয়ে এগিয়ে ট্রাম্প
  • গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার
  • আফগানিস্তানে ভয়াবহ বন্যায় ৬০ জনের মৃত্যু, বহু নিখোঁজ
  • জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য করার প্রস্তাব পাস  
  • ফিলিস্তিনপন্থী পোস্টে রিঅ্যাক্ট দেওয়ায় চাকরিচ্যুত প্রধান শিক্ষিকা
  • ভিসাপ্রক্রিয়া সহজ করার ব্যাপারে আলোচনা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
  • রাশিয়ার অর্থের লভ্যাংশ ইউক্রেনকে দিতে সম্মত ইইউ রাষ্ট্রদূতেরা
  • জবি শিক্ষার্থীদের ইসরায়েলি পণ্য বর্জনের ডাক
  • ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা
  • বাজারভিত্তিক হলো ব্যাংক ঋণের সুদহার
  • আজ আইওএম মহাপরিচালক ঢাকায় আসছেন