রেডিও শুনে কোরআন মুখস্ত
আন্তর্জাতিক ডেস্ক: রেডিও শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশু তাহির। হোসাইন মোহাম্মদ তাহির জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তার বয়স ৫ বছর। মিয়ানমারের এই শিশু বাবার সঙ্গে জেদ্দা থাকেন। ছেলে জন্মান্ধ হওয়ায় বাবা তাকে রেডিও কিনে দিয়েছেন। কারণ ছেলে টিভি দেখতে পারে না।
তাহিরের বাবা বলেন, তাহিরের জন্য একটি ফ্রিকোয়েন্সি নির্দিষ্ট করে দিয়েছি। ৭ দিনে ২৪ ঘন্টা কোরআন পাঠের সম্প্রচার হয় এমন একটি রেডিও স্টেশন সব সময় শোনা যায়। এর মাধ্যমে আমার সন্তান রেডিও শুনতে অভ্যস্ত হয়।
তিনি বলেন, আমি কখনো মনে করিনি আমার ছেলে তাহির রেডিওর মাধ্যমে উপকৃত হবে। সে যে রেডিও শুনে শুনে পবিত্র গ্রন্থ কোরআন মুখস্ত করতে পারে আমার ধারণা ও উপলব্ধিও ছিল না। ছেলেটি তার বাবাকে জেদ্দা থেকে মক্কা নিয়ে যেতে বলছে এবং সে মহানবী (সা:)র মসজিদে যেতে চায়।
এরপর তাকে সেই পবিত্র মসজিদে নেয়া হলে তাহির আল বাকারা সূরার একটি অংশ পাঠ করতে থাকে। সন্তানের এমন কর্ম দেথে মুগ্ধ হন বাবা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন