‘শরিয়তের অনুশাসন মেনে বউ পেটানোর পদ্ধতি’ জানিয়ে সমালোচনার মুখে সৌদি !
‘শরিয়ত মেনে বউ পেটানো’র পক্ষে যুক্তি দিয়ে সম্প্রতি বক্তব্য প্রচার করেছিলো সৌদি সরকার নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় একটি টেলিভিশন। এই বক্তব্যের পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠলেও এখন অবধি কোনো জবাব দেয়নি টেলিভিশন কর্তৃপক্ষ।
শরিয়তের অনুশাসন মেনে ‘বউকে পেটানো’ যাবে। এ বক্তব্য সৌদি আরবের মনস্তত্ববিধ খালেদ আল-সাকাবির। দেশটির সরকার নিয়ন্ত্রিত একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রতি প্রচারিত এক অনুষ্ঠানে প্রয়োজনে ‘বউ পেটানো’র পক্ষে যুক্তি তুলে ধরেন এ মনস্তত্ববিধ। একইসাথে বাতলে দেন ‘প্রয়োজনে বউ পেটানো’র ইসলাম সম্মত নানা পদ্ধতিও।
তার দেয়া ব্যখ্যায় কি কি কারণে একজন স্বামী তার স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করতে পারবেন তাও সবিস্তারে ওই অনুষ্ঠানে ব্যাখ্যা করেন সৌদি মনস্তত্ববিধ খালেদ আল-সাকাবি।
এ বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। সমালোচনায় মুখর মানবাধিকার, নারীবাদী সংগঠনের কর্মীরা।অনেকেই প্রশ্ন তুলেছেন, রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনে স্ত্রী নির্যাতনের পক্ষে বক্তব্য সম্প্রচার করার অনুমতি দেয়া হলো কোন বিবেচনায়?
বক্তব্য সম্প্রচারের ক’দিনের মধ্যে বিষয়টিকে তুলে ধরেছে আমেরিকার মিডল ইস্ট মিডিয়া রিচার্জ ইনস্টিটিউটও। বিষ্ময় জানিয়েছে এ ধরনের বক্তব্যে।
অনুষ্ঠানে খালেদ আল-সাকাবি বলেন, ‘স্ত্রীকে মারা যেতে পারে। তবে ইসলাম যে সব কারণে স্ত্রীকে মারার অনুমতি দেয়, শুধুমাত্র সেই সব কারণেই মারতে হবে।’
এ মনস্তত্ববিদের ব্যাখ্যা মতে, ‘আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গের জন্য একজন স্বামী তার স্ত্রীকে মারতে পারেন, নিজের রাগ কিংবা ক্রোধ প্রকাশ করার জন্য নয়।’
স্ত্রী মারধরের বিভিন্ন প্রক্রিয়া বর্ণনা দিতে গিয়ে সাকাবি বলেন, ‘কোনো স্ত্রী যদি অবাধ্য হয় কিংবা শৃঙ্খলা ভঙ্গ করে প্রথমে স্বামী শাস্তি স্বরূপ বিছানায় স্ত্রীর দিকে পিঠ দিয়ে শয়ন করবে। এতে কাজ না হলে আলাদা কক্ষে শয়ন করবে।’
এরপরও স্ত্রী সংশোধন না হলে তখনই কেবল মারধরের বিষয়টি আসতে পারে বলে জানান সাকাবি। তবে শক্ত ও বড় কিছু দিয়ে স্ত্রীকে আঘাত করা যাবে না। সর্বোচ্চ মেসওয়াক কিংবা টুথ ব্রাশ দিয়ে স্ত্রীকে মারা যাবে বলে তিনি জানান।
সাকাবির যুক্তি, স্বামী যখন স্ত্রীকে মারবেন তখন এটা বোঝানোর জন্যই মারবেন যে স্বামীর সঙ্গে তিনি যে ব্যবহার করেছেন, তা ঠিক হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন