রবিবার, মে ৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার জিম্মায় দিলেন প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগে অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছিলেন প্রক্টর। ২৪ ঘণ্টার মধ্যে সেই শিক্ষার্থীকেই আবার প্রক্টরের নির্দেশে ছাত্রলীগ নেতার জিম্মায় দিয়ে দেয় থানা। এর পর সেই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের একটি হলে আটকে রেখে মারধর ও টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে।

প্রশ্নের বিনিময়ে টাকা নেওয়ার অভিযোগ যার বিরুদ্ধে সেই শিক্ষার্থী ইমরান হোসেন অভি অর্থনীতি বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। অভিকে রাজধানীর শাহবাগ থানা থেকে নিজের জিম্মায় নিয়ে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ঢাবির হাজী মুহাম্মদ মুহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

সূত্র জানায়, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়ার কথা বলে অভি তাঁর এক আত্মীয়র (মামা) কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা নেন। পরে অভি প্রশ্ন না দিয়ে টাকাসহ আত্মগোপন করেন। অভিকে খুঁজে না পেয়ে কিছুদিন আগে তাঁর আত্মীয় বিশ্ববিদ্যালয় পড়ুয়া আরেক শিক্ষার্থী আমিনুলকে বিষয়টি জানান।

আমিনুল গত সোমবার অভিকে ধরে ছাত্রলীগ নেতা মেহেদীর কাছে নিয়ে যান। পরে আমিনুল ও মেহেদী প্রতারক অভিকে নিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদের কাছে নিয়ে যান। তখন অভিকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরের দিন মঙ্গলবার প্রক্টরের নির্দেশে শাহবাগ থানা অভিকে ছাত্রলীগ নেতা মেহেদির জিম্মায় দিয়ে দেয়।

ইমরান হোসেন অভি অভিযোগ করে বলেন, ‘শাহবাগ থানা থেকে আমাকে নিয়ে আসা হয় মুহসীন হলের মেহেদীর নিজের কক্ষ ৩৫৭ নম্বরে। সেখানে চার-পাঁচজন রাতভর নির্যাতন করে আমার কাছ থেকে এক লাখ টাকা নেয়। দুটো আইফোন ও অ্যাপ্পাচি মোটরবাইকও মেহেদী নিয়ে নেয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর আমাকে হল থেকে ছেড়ে দেওয়া হয়।’

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘গত সোমবার ইমরান হোসেন অভি নামের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় সোপর্দ করে। অভিকে ছাড়িয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের নেতা (মেহেদী) তদবির করেন। পরের দিনই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশে প্রক্টরের সম্মতিতে অভিকে সেই নেতার জিম্মায় দেওয়া হয়েছে। তারপর অভিকে যদি মারধর করা হয় তার দায়ভার তো থানা নেবে না।’

ঘটনার বর্ণনা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী বলেন, তিনদিন আগে ছাত্রলীগ নেতা মেহেদী ও আমিনুল আমার কাছে অভিকে নিয়ে আসে। তারা জানায়, অভি জালিয়াতি চক্রের সদস্য। পরে তার ব্যাগ তল্লাশি করে পাঁচ লাখ টাকা ও তিন লাখ টাকার দুটি পুরাতন চেক পাওয়া যায়। অভি নিজেও জালিয়াতি চক্রের সদস্য বলে স্বীকার করে। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।’

ভারপ্রাপ্ত প্রক্টর আরো বলেন, ‘অভিকে থানায় দেওয়ার পর মেহেদীকে অভির ভাই ও আত্মীয় কল দেন। তারা অভিকে মেহেদীর জিম্মায় নিতে বলেন। অভির বাড়ি যশোর। তাঁর ভাই শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা ঢাকায় এসে বিষয়টি মীমাংসা করবে বলে জানায়।’ তিনি বলেন, ‘পরে মেহেদী মুচলেকা দিয়ে আমার সঙ্গে কথা বলে অভিকে ছাড়িয়ে নেয়।’ তবে অভিকে মেহেদীর কক্ষে আটকে রাখা ও মারধরের বিষয়ে তিনি জানেন না বলে জানান।

ভর্তি পরীক্ষায় প্রতারণা করার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের কাছে না রেখে কেন অভিকে ছাত্রলীগের নেতার জিম্মায় দিলেন- এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, ‘আমরা কোথায় রাখবো। রাখার কোনো জায়গা নাই। থানায়ও ২৪ ঘণ্টার বেশি রাখা যায় না। আমরা বললে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা রাখে।’

ভারপ্রাপ্ত প্রক্টর আরো বলেন, ‘এ ছাড়া অভির বিরুদ্ধে যেহেতু এই দুই বছরে কোনো অভিযোগ দেওয়া হয়নি, তাই তাঁকে মামলায় যুক্ত করা হয়নি। যারা টাকা পাবে এবং যারা দেবে তারাই মেহেদীর সঙ্গে কথা বলে জিম্মায় নিতে বলে। আমরা কেন অন্যের টাকার জিম্মা নেব।’

তবে অধ্যাপক ড. এ এম আমজাদ আলী বলেন, অভির বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মুহসীন হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা অংশ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তবে তিনি অভিকে নিজের জিম্মায় নেওয়ার বিষয়টি স্বীকার করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ওই ছেলের (অভি) তো অনির্দিষ্টকালের জেল হওয়া উচিত। সে কীভাবে থানা থেকে ছাড়া পেল। থানা তো ওই ছেলের বিষয়ে তদন্ত করবে। বিষয়টি দেখছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্টে হিসেবে দায়িত্ববিস্তারিত পড়ুন

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ থামাতে পুলিশের অভিযান

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের দখল করে রাখা অ্যাকাডেমিক ভবনবিস্তারিত পড়ুন

১১ মের মধ্যে এসএসসির ফলাফল প্রকাশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী মেবিস্তারিত পড়ুন

  • ২৮ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
  • স্বাধীনতাবিরোধীরা বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ চায় : নাছিম
  • ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
  • রমজানে বিদ্যালয় বন্ধ: হাইকোর্টের আদেশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় যা বললো
  • চলছে এইচএসসি-সমমান পরীক্ষা
  • ৭ কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
  • সাইনবোর্ডেই ঝুলছে ঢাকা-আরিচা মহাসড়কের নিরাপত্তা
  • বুধ ও বৃহস্পতিবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
  • শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ !!
  • শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে আড়াই গুণ: শিক্ষামন্ত্রী
  • ঢাবি অধিভুক্ত ৭ কলেজের জন্য পৃথক ভর্তি পরীক্ষা
  • এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা