শীঘ্রই ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বের দখল নিতে চলেছে, দেখুন চাঞ্চল্যকর রিপোর্ট
শীঘ্রই বিশ্বের দখল নেবে মুসলমান জনসংখ্যা। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিল বিশ্বখ্যাত সমীক্ষা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। আমেরিকার ওই সংস্থার রিপোর্ট অনুযায়ী, পৃথিবীতে সব থেকে বেশি হয়ে যাবে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা। আর মাত্র অর্ধশতাব্দী দূরে সেই দিন। কেমন হবে ২০৭০ সালে বিশ্ব জনসংখ্যার ছবি?
সোমবার এই রিপোর্ট প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। তাতে বলা হয়েছে, এখন যে হারে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তা চলতে থাকলে এই শতাব্দীর শেষে খ্রিস্ট ধর্মাবলম্বীর থেকে মুসলমান সম্প্রদায়ের মানুষের সংখ্যা বেশি হয়ে যাবে। বলা হচ্ছে, ইউরোপ-সহ বিশ্বের বহু এলাকায় আগামী বছরগুলিতে দ্রুত ইসলাম ধর্মাবলম্বীদের জনসংখ্যা বাড়তে থাকবে।
ওই রিপোর্ট বলছে, গোটা পৃথিবীতেই অন্যান্য ধর্মাবলম্বীদের তুলনায় দ্রুত হারে বাড়ছে মুসলমান জনসংখ্যা। অন্য দিকে খ্রিষ্টান জনসংখ্যার বৃদ্ধি যেন থমকে রয়েছে। সমীক্ষার দাবি, খ্রিস্টানদের মধ্যে জন্মনিয়ন্ত্রণ যতটা বেশি, মুসলমান সম্প্রদায়ের ক্ষেত্রে ততটাই বেশি বংশবৃদ্ধির হার। একজন মুসলমান মহিলা গড়ে জন্ম দেন ৩.১টি শিশু। বাকি সম্প্রদায়ের ক্ষেত্রে এই হার ২.৩ শতাংশ।
আরও চমকপ্রদ বিষয় হল— এখন বিশ্বের মোট যুব সমাজের মধ্যে ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ। ২০১০ সালের হিসেব মতো, ২৩ বছর বয়স্ক যুবকের সংখ্যা মুসলমানদের মধ্যেই বেশি। এর ফলে এই যুবসমাজ জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। এরা খুব শীঘ্র অথবা কিছু দিনের মধ্যেই সন্তান উৎপাদনে অংশ নেবে। আর তাতেই জনসংখ্যা বাকি সব ধর্মাবলম্বীদের তুলনায় মুসলিম জনসংখ্যা আগামী বছরগুলিতে লাফিয়ে লাফিয়ে বাড়বে।
পিউ রিসার্চ সেন্টারের দেওয়া তথ্য বলছে, ২০১০ থেকে ২০৫০ সালের মধ্যে মুসলমান জনসংখ্যা বাড়বে ৭৩ শতাংশ। ১.৬ বিলিয়ন থেকে বেড়ে হবে ২.৮ বিলিয়ন। অন্য দিকে, খ্রিস্টান জনসংখ্যা ৩৫ শতাংশ বাড়বে। ২০১০ সালে বিশ্বে মোট খ্রিস্ট ধর্মাবলম্বীর সংখ্যা ছিল ২.৯ বিলিয়ন। ২০৫০ সালে সেটা হবে ২.৯ বিলিয়ন। ইউরোপের মোট জনসংখ্যার ১০ শতাংশই হয়ে যাবে ইসলাম ধর্মাবলম্বী। ওই রিপোর্ট আরও জানিয়েছে, এই সময়ে বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যা একই থেকে যাবে। জৈন ও হিন্দু জনসংখ্যা অবশ্য অল্প হলেও বাড়বে।
সূত্র : এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন