রবিবার, মে ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সন্তানদের ঘুম পাড়িয়ে ২ স্ত্রী এবং স্বামীর মারপিট! তার পরে যা ঘটল

এমন ঘটনায় অবাক প্রতিবেশীরা। তদন্তে নেমেছে পুলিশ। তদন্তে প্রতিবেশীদের বয়ানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিবেশী অনিল রায়ের বাড়িতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত চিৎকার-চেঁচামেচি শুনেছিলেন জলপাইগুড়ির মাল ব্লকের ক্রান্তি এলাকার বাসিন্দারা। তাই, রাত কাটতেই অনেকে কৌতুহল বশত ছুটেছিলেন অনিলের বাড়িতে। সেখানে গিয়ে সকলে বাকরুদ্ধ হয়ে যান। কারণ, বাড়ির তিনটি ঘরে তিন জনের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। একটি ঘরে অনিল এবং বাকি দু’টি ঘরে তাঁর দুই স্ত্রী অজবলা এবং সুমিত্রাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা যায়। বাড়ির মধ্যেই অনিলের দুই সন্তানকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

মাল ব্লকের ক্রান্তির দক্ষিণ মাঠগ্রাম এলাকার সাত হাত কালী বাড়ির বাসিন্দা অনিল পেশায় ছিলেন রিক্সা চালক। বছর ষাটেকের অনিলের দুই স্ত্রীর মধ্যে প্রথমজন ছিলেন অজবলা। যাঁর বয়স ৫৫ এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন সুমিত্রা। যিনি বছর ৪৬-এর। প্রতিবেশীদের দাবি, একই বাড়িতে দুই স্ত্রীকে সঙ্গে করে থাকতেন অনিল। কিন্তু, দুই স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকত। অনিল হাজারো চেষ্টা করেও সেই ঝামেলা মেটাতে পারতেন না।

প্রতিবেশীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেও অনিলের বাড়িতে বিপুল ঝামেলা হচ্ছিল। কিন্তু, এ নিত্যনৈত্তিক বিষয় বলে কেউ আর আগ বাড়িয়ে ঝগড়া থামাতে অনিলের বাড়িতে যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই প্রথমে হয়তো ২ স্ত্রীকে খুন করেন অনিল। এরপর নিজে আত্মঘাতী হন। অনিলের দুই স্ত্রীর শরীরে অসংখ্য ধারাল অস্ত্রের আঘাত মিলেছে। দুই স্ত্রী নিজেদের মধ্যে ধারাল অস্ত্র নিয়ে একে অন্যকে আক্রমণ করেছিলেন, না অনিল ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীদের কুপিয়েছেন তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে, তদন্তে এখনও মৃত্যুর সঠিক ঘটনা পুলিশ নিশ্চিত করতে পারেনি। ঘটনার সময় সন্তানরা অন্য ঘরে ঘুমোচ্ছিল বলে তারা কিছুই টের পায়নি বলেও পুলিশ মনে করছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ