সন্তান জন্ম দিতে পারবেন: আপনি মা হবেন, থাকবেন কুমারী!
শারীরিক সম্পর্ক না করেই আপনি মা হতে পারবেন। সন্তান জন্ম দিতে পারবেন। থাকবেন আপনি কুমারীও। ব্যাপারটা তাক লাগানোর মতো না? হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। শারীরিক সম্পর্ক স্থাপন না করেই মা হচ্ছেন ব্রিটেনের অনেক নারীই। এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম মিরর। আর এ সুবিধাটি তাদের করে দিচ্ছে ইন ভিট্রো ফার্টালাইজেশন (আইভিএফ) ট্রিটমেন্ট পদ্ধতি। এতে খরচ করতে হচ্ছে মাত্র ৫ হাজার ডলার।
মিরর জানায়, ইন ভিট্রো ফার্টালাইজেশন (আইভিএফ) ট্রিটমেন্ট পদ্ধতিতে ব্রিটেনের অনেক হাসপাতালেই এখন এই সেবা দেয়া হচ্ছে। ব্রিটেনে ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ পদ্ধতি। সম্প্রতি কমপক্ষে ২৫ জন নারী সম্প্রতি আইভিএফ ট্রিটমেন্টের মাধ্যমে মা হয়েছেন।
জানা গেছে, এ পদ্ধতিতে সন্তানধারণকারী অধিকাংশ নারীই সাধারণ চাকরিজীবী কিংবা ছাত্রী। এদের মধ্যে অনেকেই বাবা-মায়ের সঙ্গে থাকেন। এছাড়া অধিকাংশর বয়সই বিশের কোঠায়। এদের বেশির ভাগই নিজেদের ক্যারিয়ারের প্রতি অনেক সচেতন।
এদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা কেন এই ট্রিটমেন্ট করছেন। অর্থাৎ তারা স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে কেন মা হতে চাচ্ছেন।এই প্রশ্নের উত্তরে বেশিরভাগই নারীই জানিয়েছেন, তারা সন্তান নিতে প্রস্তুত। তবে তারা সঠিক জীবন সঙ্গীর জন্য অপেক্ষা করতে চান না।
আইভিএফ পদ্ধতিতে সেবাদানকারী চারটি ব্রিটিশ ফার্ম জানিয়েছে, যেসব তরুণীরা শারীরিক সম্পর্কে অনাগ্রহী তারা এ পদ্ধতির সাহায্যে সন্তান ধারণ করতে পারবেন এবং মা হতে পারবেন। তবে পরিবার সম্পর্কে প্রচারণাকারী কিছু মানুষ এই পদ্ধতিতে সন্তান ধারণ করাকে টেডি বিয়ারের সাথে তুলনা করেছেন। অর্থাৎ বাইরে থেকে একটা কিছু নিজের ভেতরে ধারণ করার পক্ষপাতী নন তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন