মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সাব্বিরকে ব্যাট দিয়ে যেভাবে মারলেন আফগানিস্তানের শাহজাদ (ভিডিও)

রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে সাব্বির রহমানকে ব্যাট দিয়ে আঘাত করেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সাব্বির। এমন লঙ্কাকাণ্ডে শাহজাদকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

পাশাপাশি সাব্বির রহমান এবং রংপুর রাইডার্স অধিনায়ক লিয়াম ডসনকে জরিমানা করা হয়েছে। এছাড়া মাঠে অখেলোয়াড়সুলভ আচরণ করায় সাব্বিরের ম্যাচ ফি’র ১৫ শতাংশ আর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় লিয়াম ডসনের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে।

দোষ অবশ্য শাহজাদের একার নয়, সাব্বিরেরও। ঘটনার সূত্রপাত ম্যাচের প্রথম দিকেই। সাব্বির ব্যাটিং করার সময় উইকেটের পেছন থেকে স্লেজিং করছিলেন শাহজাদ। ক্রিকেটে স্লেজিং নিষিদ্ধ নয়। কিন্তু সেটা ভুলে মেজাজ একটু চড়া করে ফেলেন সাব্বির। শাহজাদকে কড়া জবাব দেন তিনি।

এক পর্যায়ে ক্রিজ ছেড়ে উইকেটের পেছনে শাহজাদের দিকে তেড়ে যান সাব্বির। এরপর মুখোমুখি হয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন তারা। আম্পায়ার দ্রুত ছুটে এসেও তাদের শান্ত করতে পারছিলেন না। পরে রংপুরের স্পিনার সোহাগ গাজী এসে টেনে নিয়ে যান মেজাজি সাব্বিরকে। আর শাহজাদকে সরিয়ে নিয়ে যান সতীর্থরা। এই ঘটনার জের ধরেই পরে সাব্বিরকে ব্যাট দিয়ে খোঁচা দিয়ে বসেন শাহজাদ।

১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নামে রংপুর। এক পর্যায়ে ২৫ রানে পড়ে যায় দুই উইকেট। মোহাম্মদ সামির শর্ট বলে ক্যাচ দেন শাহজাদ। আউট হবার পর ফিরছিলেন ড্রেসিং রুমে। তার পাশ দিয়েই সাব্বির সতীর্থদের দিকে ছুটে যাচ্ছিলেন উইকেট লাভের উদযাপন করতে।

বেশ কয়েকবারই টিভি রিপ্লেতে দেখিয়েছে দৃশ্যটি। হেঁটে যেতে যেতে এক পর্যায়ে ব্যাট বাড়িয়ে সাব্বিরের হাতে খোঁচা মেরে বসেন শাহজাদ। হয়তো ভুল বুঝতে পেরে পরেই ব্যাটিং প্রাকটিসের ভঙ্গিতে ব্যাট নাড়াতে থাকেন। ব্যথা পেয়ে মাটিতে বসে পড়েন সাব্বির।

এরপর রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি শাহজাদের দিকে এগিয়ে যান সতীর্থদের নিয়ে। মাঠ থেকেই চিৎকার করে কি যেন বলতে থাকেন তারা। হয়তো বলেছেন, ভদ্র লোকের খেলায় এ কি নজির সৃষ্টি করলে শাহজাদ? পেছন ফিরে তাকিয়ে এর জবাবও দেন শাহজাদও। হয়তো বলেছেন, যা করেছি ঠিকই করেছি।

ঘটনার পর আম্পায়ারের সঙ্গে কথা বলেন সাব্বির এবং তার সতীর্থরা। দুজনই যে শাস্তির মুখোমুখি হচ্ছেন সেটা নিশ্চিত। তবে শাহজাদকে বড় শাস্তিরই মুখোমুখি হতে হবে।

ভিডিওতে দেখুন যেভাবে সাব্বিরকে ব্যাট দিয়ে মারলেন আফগানিস্তানের শাহজাদ:

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের আইপিএল খেলার ছুটি বাড়িয়েছে বিসিবি

আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান।বিস্তারিত পড়ুন

মুস্তাফিজকে স্বাগত জানাল চেন্নাই সুপার কিংস

আগামী ২২ মার্চ পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ ইন্ডিয়ানবিস্তারিত পড়ুন

তানজিদ-রিশাদের তাণ্ডবে সিরিজ জয় বাংলাদেশের

টস জিতে ব্যাট নেওয়া শ্রীলঙ্কা জানিত লিয়ানাগের সেঞ্চুরিতে ভর করবিস্তারিত পড়ুন

  • দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি
  • মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের নীলা
  • সিরিজ বাঁচার লক্ষ্যে
  • ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ফুটওয়্যারের ব্যবসায় নামছেন
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • মোস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই
  • গেইল ছাড়াই বাংলাদেশে আসছে উইন্ডিজ
  • পাকিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের ১৭ গোল
  • পুত্র সন্তানের বাবা হলেন ইমরুলও
  • এ বিজয় আমাদের : প্রধানমন্ত্রী
  • পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
  • সপরিবারে এশিয়া কাপে নান্নু, খালি বাসায় চোরদের হানা