সিনেমার কাহিনীর সেই মেয়েটি বাড়ি ফিরছেন
সেই এক যুগ আগে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল বছর এগারোর মেয়েটা। জন্ম থেকেই কথা বলতে পারে না। শুনতেও পায় না। ফলে অজ্ঞাতপরিচয় মেয়েটার নতুন নামকরণ করা হয়েছিল গীতা। এক স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যস্থতায় মেলে আশ্রয়ও। তার বারো বছর পরে সুদূর পাকিস্তানে হারিয়ে যাওয়া মেয়েটাকে পরিবারের সঙ্গে মিলিয়ে দিল একটা সিনেমা! সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ নামের ওই ছবিতে দেখানো হয়, ভারতে এসে কীভাবে মায়ের থেকে আলাদা হয়ে যায় ছোট্ট একটি পাকিস্তানি মেয়ে। ঘটনাচক্রে, পর্দার সেই মেয়েটিও ঠিত গীতার মতোই কথা বলতে পারত না! দীর্ঘ লড়াইয়ের পর শেষমেশ এক ভারতীয় যুবকের হাত ধরে বাড়ি ফেরে মেয়েটি। সিনেমাটির জনপ্রিয়তা সীমান্ত পেরোতেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসে গীতার কাহিনী। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবশেষে নথিপত্রের জটিলতা কাটিয়ে গীতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, এই মাসের প্রথমে বিহারের এক বাসিন্দা গীতাকে তার হারিয়ে যাওয়া মেয়ে বলে চিহ্নিত করেছে। জনার্দন মাহাতো নামে ওই ব্যক্তির দাবি, গীতার আসল নাম হিরা। একটি মেলায় হারিয়ে গিয়েছিল সে। জনার্দনের পরিবারে রয়েছে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং সাত সন্তান। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের মধ্যস্থতায় ছবি দেখে বছর একুশের গীতাও চিনতে পেরেছেন বাবা এবং সৎ মাকে। ফলে, সরকারিভাবে এবার শুরু হয়ে গিয়েছে গীতাকে দেশে ফেরানোর প্রক্রিয়া। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করেছেন, ‘খুব তাড়াতাড়ি গীতা দেশে ফিরে আসবে। ওর পরিবারের খোঁজ পাওয়া গিয়েছে। ডিএনএ পরীক্ষার পরে গীতাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।’ সূত্রের খবর, আগামী সোমবারই করাচি থেকে নয়াদিল্লি উড়ে আসবেন গীতা। তার পরিবারের লোকজন ইতোমধ্যেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন। তার সঙ্গে আসতে পারেন পাকিস্তানে গীতার মা তথা ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী বিলকিস ইদহি। এতদিন যে ঘরে গীতা থাকতেন, সেই ঘরে ওই সংস্থার তরফে একটা ছোট মন্দির বানিয়ে দেওয়া হয়েছিল। সেই মন্দিরে সারি সারি হিন্দু দেব-দেবীর মূর্তি-ছবির সামনে রোজ সকালে পুজোও করতেন। বাড়ি ফেরার গোছগাছ করতে করতে গোটা মন্দিরটাই বাক্সবন্দি করে ফেলেছেন গীতা। গুছিয়ে নিয়েছেন মূর্তিগুলোও। ওই সংগঠনের তরফে জানা গিয়েছে, ১১ বছর বয়সে পাকিস্তানে এসেছিলেন গীতা। শারীরিক প্রতিবন্ধকতার জন্য নিজের পরিচয়টুকুও দিতে পারেননি। সম্প্রতি ‘বজরঙ্গি ভাইজান’ দেখে কান্নায় ভেঙে পড়েন গীতা। সিনেমার সঙ্গে বাস্তবের এমন বেনজির মিলের কথা চটজলদি ছড়িয়ে পড়ে দুদেশের আনাচকানাচে। গীতাকে দেশে ফেরানোর প্রশ্নে সাহায্যের হাত বাড়ান ছবির প্রধান অভিনেতা সালমান খানও। তৎপর হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবির মতোই গীতাকেও যে বাড়ি ফিরিয়ে আনা হবে, মেলে সেই আশ্বাসও। কথা রেখেছে মন্ত্রণালয়। ঘরে ফিরছে ঘরের মেয়ে। সূত্র: আনন্দবাজার
এই সংক্রান্ত আরো সংবাদ
তুকতাক করার অভিযোগে গ্রেফতার মালদ্বীপের নারী মন্ত্রী
মালদ্বীপের নারী মন্ত্রী ফাতিমা শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। তারবিস্তারিত পড়ুন
ওডিশার প্রথম নারী মুসলিম এমএলএ সোফিয়া ফিরদৌস
ভারতের পূর্বাঞ্চলের রাজ্য ওডিশা থেকে প্রথম নারী ও মুসলিম এমএলএবিস্তারিত পড়ুন
গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাধ্যমিক পর্যায়েবিস্তারিত পড়ুন