সেই রহস্যে ঘেরা একমাত্র বুনো গরুটি আর বেঁচে নেই..!
কনি আইল্যান্ড কাউ বলে তার পরিচয় ছিলো। ছোট দ্বীপ রাষ্ট্র সিংগাপুর জুড়ে এটি ছিলো একমাত্র বুনো গরু।
অর্থাৎ কারো পোষা নয়। জীবদ্দশায় গরুটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলো। কিন্তু বড্ড একাকী জীবন ছিলো তার।
গত সপ্তায় তার একাকীত্ব ঘুচে গেছে। মারা গেছে কনি আইল্যান্ড কাউ।
কিন্তু সিংগাপুরের কনি আইল্যান্ডে সেটি কিভাবে এসেছিলো তা কেউ জানে না।
তাকে নিয়ে ছিলো নানা রহস্য।
বছর খানেক আগে নতুন করে কনি আইল্যান্ডের পরিচয় হলো পর্যটকদের জন্য।
সেখানে চালু হলো একটি ন্যাশনাল পার্ক। পর্যটকরা সেখানে হাইকিং বা সাইক্লিং করার সুযোগ পেলেন।
কিন্তু কদিন পর সবাই টেরে পেলেন এই দ্বিপে আগে থেকেই একজন বাসিন্দা আছে।
হটাত তাকে দেখা যেতো আবার হটাত নেই। পর্যটকদের দিকে কখনো বোকার মতো তাকিয়ে থাকতো।
এই পার্কে এরকম একটি গরু থাকার কথা নয়। পর্যটকরা তার উপস্থিতি পছন্দ করতে শুরু করলে।
তার নাম হয়ে উঠলো কনি আইল্যান্ড কাউ। নতুন পর্যটকদের জন্য বসানো হলো সাইনবোর্ড। তাতে লেখা হলো, ‘গরুটি দেখলে ভয় পাবেন না।
তাকে বিরক্ত করবেন না। তার সাথে ছবি তুলবেন না’ ইত্যাদি নানা সব ওয়ার্নি।
কিন্তু পর্যটকরা এসব সাবধান বানী পাত্তাই দেয়নি।
গরুটিকে খুঁজে বের করা দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটা এডভেঞ্চার হয়ে উঠেছিলো।
এখন তার মৃত্যুতে সোশাল মিডিয়াতে শোক প্রকাশ করছেন সিংগাপুরের মানুষজন।
কর্তৃপক্ষ বলছে কনি আইল্যান্ড কাউ ফুসফুসের অসুখে মারা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন