স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’—কথাটি কতটুকু সত্য?
প্রশ্ন : ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’—কথাটি কতটুকু সত্য?
উত্তর : ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’—এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। এটি মিথ্যা কথা। এটি একটি প্রচলিত প্রবাদের মতো। আমরা এই প্রবাদ নিয়েছি মূলত এই স্বামী শব্দ থেকেই। আবার ওই সংস্কৃতি থেকে, যে সংস্কৃতিটা আমরা চর্চা করে আসছি।
আসলে স্বামী শব্দটাই শুদ্ধ নয়। যদিও বলতে পারেন যে, নতুন আরেকটি বক্তব্য দিচ্ছি। বলছি, কারণ স্বামী অর্থ হচ্ছে অধিপতি বা মালিক। কিন্তু ওই ব্যক্তি আসলে তাঁর স্ত্রীর মালিক নন। সুতরাং এই শব্দটাই মূলত শুদ্ধ নয়। এই শব্দটা আমরা যেখান থেকে নিয়েছি, এই বক্ত্যটাও আমরা ঠিক সেখান থেকেই নিয়েছি।
শুদ্ধ হচ্ছে, কোরআনে কারিমের মধ্যে ব্যবহার করা হয়েছে ‘জয়ৌজ’ শব্দটি। ‘জয়ৌজ’ শব্দটি ‘জোড়া’, ‘স্পাউস’, ‘সহপাঠিনী’, ‘সহধর্মিণী’ এ ধরনের অর্থে ব্যবহার করা হয়েছে। স্বামী শব্দটা মূলত আমরা সংস্কৃতির জায়গা থেকে নিয়েছি। এর ব্যবহারটাই মূলত শুদ্ধ নয়।
সুতরাং ‘স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত’ কথাটি শুদ্ধ নয়, ভুল। এটি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ঈদের ছুটির পর বুধবার থেকে নতুন অফিস সময়সূচি
পবিত্র ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিতবিস্তারিত পড়ুন
সৌদিতে হজে বিভিন্ন দেশের ৫৫০ হাজির মৃত্যু
সৌদি আরবে এ বছর হজ পালনে গিয়ে কমপক্ষে ৫৫০ জনবিস্তারিত পড়ুন
ঈদে ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ টি গবাদিপশু কোরবানি
এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪বিস্তারিত পড়ুন