রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাড়গিলে চেহারা থেকে দেশের ‘আয়রন উওম্যান’—এক সাহসিনীর আশ্চর্য জয়যাত্রার কাহিনি

বর্তমানে ৩৬ বছর বয়সি ইয়াসমিনের যৌবনে তাঁর সঙ্গে ঘটে গিয়েছিল একটি দুর্ঘটনা। ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন ইয়াসমিন। ওষুধের ভুল ডোজের প্রভাবে একেবারে অস্থিচর্মসার চেহারা হয়েছিল তাঁর।

তাঁকে বলা হয় দেশের ‘আয়রন উওম্যান’। হবে না-ই বা কেন? তাঁর শরীরের দিকে তাকালে সত্যিই তো মনে হয়, যেন লোহা দিয়ে গড়া হয়েছে তাঁর দেহটি। নির্মেদ পেশির খাঁজে খাঁজে কঠিনতা। কিন্তু তাঁর মুখে সেই কাঠিন্যের লেশমাত্র নেই। নিষ্পাপ কমনীয়তা দিয়ে গড়া তাঁর মুখশ্রী। তিনি ইয়াসমিন মানক। কয়েকদিন আগে মিস এশিয়া বডিবিল্ডিং প্রতিযোগিতায় তিনি জিতেছেন ব্রোঞ্জ পদক। তারও কয়েকমাস আগে তিনি হয়েছিলেন মিস ইন্ডিয়াও। ইন্ডিয়ান বডিবিল্ডিং ফেডারেশন আয়োজিত এই মিস ইন্ডিয়া অবশ্য সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বডিবিল্ডিং খেতাব। আজ ইয়াসমিন তাঁর লৌহকঠিন শারীরিক গড়নের জোরে দেশের মুখোজ্জ্বল করছেন। কিন্তু মজার বিষয়, এই ইয়াসমিনই একসময় তাঁর পাড়ায় তাঁর রোগাসোগা চেহারার জন্য ‘কুৎসিত কন্যা’ তকমা পেয়েছিলেন।

ইয়াসমিন দিল্লির মেয়ে। বর্তমানে ৩৬ বছর বয়সি ইয়াসমিনের যৌবনে তাঁর সঙ্গে ঘটে গিয়েছিল একটি দুর্ঘটনা। ভুল চিকিৎসার শিকার হয়েছিলেন ইয়াসমিন। ওষুধের ভুল ডোজের প্রভাবে একেবারে অস্থিচর্মসার চেহারা হয়েছিল তাঁর। এমনকি মুখ থেকেও ঝরে গিয়েছিল সমস্ত মেদ ও মাংস। বন্ধুবান্ধব ও পাড়াপ্রতিবেশীরা হাসাহাসি শুরু করেছিল ইয়াসমিনের এই চেহারা নিয়ে। লজ্জিত ইয়াসমিন মনে মনে স্থির করেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে বদলে নেবেন নিজের ভাগ্য।

হারানো স্বাস্থ্য পুনরুদ্ধারের লক্ষ্যে জিমে যাওয়া শুরু করেন ইয়াসমিন। প্রথম দিকটায় একেবারেই নিয়মমাফিক যাচ্ছিলেন। কিন্তু কয়েকদিন জিমে শরীরচর্চার পরেই বডিবিল্ডিং-এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। শরীরচর্চায় যেন নেশা ধরে যায় তাঁর। বছর খানেকের মধ্যেই দেশের মহিলাদের  মধ্যে সবচেয়ে সুঠাম স্বাস্থ্যের অধিকারিনী হয়ে ওঠেন তিনি। বডিবিল্ডিং-এ দেশ-বিদেশের বিভিন্ন খেতাব চলে আসে তাঁর ঝুলিতে। আজ শুধু ভারত নয়, সারা পৃথিবীরই অন্যতম সেরা মহিলা বডিবিল্ডার হিসেবে ইয়াসমিন পরিচিত।

এখন নিজের ফিটনেস ট্রেনিং সেন্টার চালান ইয়াসমিন। সেখানে প্রতিদিন নারী-পুরুষ নির্বিশেষে প্রায় ৩০০ জনকে শরীরচর্চার ট্রেনিং দেন তিনি। তবে ইয়াসমিনের আক্ষেপ, এখনও এদেশে বডিবিল্ডিং-এ পুরুষদেরই প্রাধান্য। বডিবিল্ডিং-এর প্রতি যেমন আগ্রহ নেই ভারতীয় মহিলাদের, তেমনই যেসব মহিলা বডিবিল্ডিং করেন, তাঁরা গুরুত্ব পান না দেশের ক্রীড়াক্ষেত্রে। ইয়াসমিন বলছেন, এই অবস্থা পরিবর্তনের জন্যই তিনি নিরন্তর চেষ্টা করে চলেছেন। যেভাবে দৃঢ় সংকল্প ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন ইয়াসমিন, তাতে তাঁর এই প্রচেষ্টাতেও তিনি সফল হবেন–এমন আশা করাই যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ