রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রহস্যজনক এক কারণে সম্পূর্ণ দেশে কারোরই মন ভাল নেই…

বাংলা জানা থাকলে দেশসুদ্ধ মানুষ সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতাটি আওড়াতেন। ‘মন ভালো নেই মন ভালো নেই’ বলতে বলতে হয়তো ধূসর সন্ধ্যায় রেলব্রিজ পেরিয়ে যেতেন। পৃথিবীতে এমন দেশও রয়েছে, যার বাসিন্দাদের কাছে এক এক দিন উদাসীন নয়, সবদিনই বিষাদে মাখামাখি।

রৌদ্রকরোজ্জ্বল ভূমধ্যসাগরের জল-হাওয়াও নাকি মন ভাল করতে পারে না পর্তুগালের বাসিন্দাদের। সেদেশে কেউ কারোকে ‘হ্যাভ আ নাইস ডে’ বলে সম্বোধনই করেন না। ‘কেমন আছেন’ জিগ্যেস করলে উত্তর মেলে— ‘এই চলে যাচ্ছে’-গোছের। সাংস্কৃতিকভাবেই পর্তুগিজরা নাকি বিষণ্ন। রাষ্ট্রপুঞ্জের ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ অনুযায়ী, বিশ্বের ১৫৭টি বিষাদময় দেশগুলির তালিকায় পর্তুগালের স্থান ৯৩-এ। লেবাননের পরেই রয়েছে ভাস্কো ডা গামা-র দেশ। কিন্তু লেবানন বা ওই জাতীয় উপদ্রুত দেশের সঙ্গে যদি কেউ পর্তুগালকে এক পাতে বসান, তিনি ভুল করবেন। পর্তুগিজরা তাঁদের এই অন্তর্লীন বিষাদকে রীতিমতো উপভোগ করেন। মনে হতেই পারে, দেশসুদ্ধ লোক বেশ খানিকটা মর্ষকামী। কিন্তু তাঁদের সঙ্গে মেলামেশা করলে দেখা যাবে, তা-ও ঠিক নয়। তাঁরা যেন ‘সাবলাইম’-এর সন্ধানে রয়েছেন, প্রকৃতি, মানুষ— সবকিছুর ভিতরে এক বিষাদের ফল্গুকে আবিষ্কার করে মজে আছেন সেই সৌন্দর্যে।

এই বিষাদ আনন্দঘন। এই বিষণ্নতা ছড়িয়ে রয়েছে পর্তুগালের স্থাপত্যে-ভাস্কর্যে-চিত্রকলায়। এর মধ্যে কোথাও কোথাও টান দেয় অতীতবিলাস। বর্তমানকে অতিক্রম করে পর্তুগিজরা ছুঁতে চান এক অসেতুসম্ভব অতীতকে। সেটা পাওয়া কখনওই সম্ভব নয় জেনে বিষণ্ন হন। সেটা চিকেনও হতে পারে, আবার তাঁদের পরম্পরাগত মিউজিক ‘ফাদো’-ও হতে পারে। পর্তুগিজরা মনে করেন, তাঁদের এই বিষাদ এক সহনীয় বিষাদ। একে বুকের ভিতর বইতে পারলেই সুখ মোচড় দিয়ে ওঠে। মনে রাখতে হবে, ‘ফাদো’ শব্দের আক্ষরিক অর্থ ‘নিয়তি’। এই নামটিতেই তো লুকিয়ে রয়েছে বিষণ্নতার টান।

মনোবিদরা দীর্ঘদিন ধরেই পড়ে রয়েছেন পর্তুগিজদের এহেন মানসিকতার উৎস জানার জন্য। ২০০৮-এ ‘জার্নাল অফ এক্সপেরিমন্টাল সোশ্যাল সাইকোলজি’-তে প্রকাশিত এক গবেষণা জানাচ্ছে, বিষাদ স্মৃতিশক্তি বাড়ায়। এই জার্নালের আর একটি নিবন্ধ বলছে, বিষাদে বিচারশক্তি বাড়ে। পর্তুগিজদের সামগ্রিকভাবে সেসব বেড়েছে কি না, সে কথা অবশ্য জার্নাল জানায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

লজ্জায় লাল হয়ে যায় পাখিও

লজ্জা পেলে শুধু মানুষের মুখই লাল হয়ে যায় তা কিন্তুবিস্তারিত পড়ুন

  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ
  • কান্না থামছিল না তাঁরঃ ‘বাবা আমি আসছি’ বলে লাশ হলেন তরুণী