সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

হাসিনা-খালেদাকে ঘৃণা করত জঙ্গি নিব্রাস ও সাজাদ!

২০১৬ সালের ১ই জুলাইয়ের রাত বাংলাদেশের জন্য আরও একটি বীভৎস কালো রাত। এই রাতের পর থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে এর আগে কি জঙ্গিবাদের বিষয়ে আমাদের কোন ধারণা ছিল? ২ আগস্ট সকাল ৭ টার দিকে হোলি আর্টিসান বেকারিতে যখন থমথমে অবস্থা। নিচে ২০টি লাশ পরে আছে, তখনও খুব স্বাভাবিক ছিল নিব্রাসসহ বাকি জঙ্গিরা। কয়েকজন বেঁচে ফিরলেও ভয়াল সেই রাতের কথা পরবর্তীতে জানিয়েছে অনেকে। রাত ৮ টা ৪০ মিনিটে হামলা করার পর থেকে ৮ জন স্টাফ বাথরুমে লুকিয়ে ছিল। তারা সকাল পর্যন্ত সেখানে আটকিয়ে থাকে। কিন্তু সকালে যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তখন তারা উপায় না পেয়ে বের হয়ে আসে। তখন তারা নিব্রাসের মুখোমুখি হন।

সেই রাতের বর্ণনা করতে গিয়ে হোটেলের বেঁচে আসা একজন বাবুর্চি দেলোয়ার জানান, জঙ্গি নিব্রাস তাদের বলেছিলেন, ‘তোমরা ভয় পেয় না। আমরা তমাদের হত্যা করব না। আমার কথা শোন।’

তিনি আরও বলেন, আমাদের এই মিশন ছিল শুধুমাত্র বিদেশীদের হত্যা করা। কারণ তারা ইসলামের শত্রু এবং তারা ইসলামিক সংস্কৃতি ধ্বংস করতে সচেষ্ট।

দেলোয়ার প্রথমে বুঝেনি নিব্রাস কি বলতে চায়, কিন্তু সে যখন রাজনীতির কথা শুরু করেন তখন অনেক কিছু বুঝতে শুরু করে তিনি।

নিব্রাস বলেন, কখনও ভোট দিতে যাবেন না। এটা একটি হারাম কাজ। বিএনবি ও আওয়ামীলীগকে কখনও ভোট দিবেন না।

জঙ্গিরা তাদের যা যা করতে বলেন, তারা সব কথায় হ্যাঁ-সূচক মাথা নাড়ে। তাদেরকে প্রায় আধ-ঘণ্টা ধরে জঙ্গিরা বিভিন্ন বক্তৃতা শোনায়।

আবার কল্যাণপুরের নিহত জঙ্গি সাজাদ রউফ মৃত্যুর পূর্বে একটি রেকর্ডিং তৈরি করে। সেখানে তিনি নিজের পরিবার ও গণতন্ত্রের বিরুদ্ধে অনেক কিছু বলে।

সাজাদ ঐ রেকর্ডিং এ জানায়, ‘হয় তোমরা আমাদের মার নয়ত মর, জান্নাত আমাদের জন্য।’
তিনি আরও বলেন, ‘তোমরা হাসিনাকে সমর্থন করো, তোমরা গণতন্ত্রকে সমর্থন করো, তাই আমি আমার পরিবারকে মুরতাদ ও কাফির বলে খুশি হই। তাই যত জলদি পারেন প্রায়শ্চিত্ত করেন ও নিজেদের রক্ষা করেন।’

জঙ্গিদের মাঝে গণতন্ত্র নিয়ে অনেক ক্ষোভ রয়েছে। তারা গণতন্ত্র পছন্দ করে না। কথিত আইএসের সাথে তারা মিলিত। আইএস গণতন্ত্র পছন্দ করে না। তারা দেশকে বিভীষিকায় রুপান্তর করে দিতে চায়। তাই গণতন্ত্রকে তারা ঘৃণা করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

একে একে মারা গেলেন পরিবারের ৬ সদস্যই

ঢাকা মিরপুরের ভাষানটেকের ১৩ নম্বর কালভার্ট রোড এলাকায় মশার কয়েলবিস্তারিত পড়ুন

বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে গোলাপি চাঁদ

বিশ্বের বিভিন্ন প্রান্তের আকাশে দেখা মিলছে গোলাপি চাঁদের। বিশেষ রঙ্গেরবিস্তারিত পড়ুন

ট্রেনে কাটা পড়েছে আনু মুহাম্মদের পায়ের সব আঙুল

রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল,বিস্তারিত পড়ুন

  • সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
  • বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে টানা ৩ দিন
  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
  • সংগীত শিল্পী খালিদ আর নেই
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আর নেই
  • তিশা থেকে জয়া আহসান, কপালে বাঁকা টিপের সেলফির রহস্য কী?
  • বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।
  • গাজায় এক দিনে নিহত আরও ১৯৩
  • বিপিএল চ্যাম্পিয়ন তামিমের ফরচুন বরিশাল
  • বেইলি রোডের ভবনটিতে রেস্তোঁরা করার অনুমোদন ছিল না: রাজউক