মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হাসিনা মার্কেটে আগুন দিয়েছে কে?

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে কে লাগিয়েছে আগুন, এনিয়ে চলছে গুণজন। ব্যবসায়িরা বলছে তাদের সরাতে একটি মহল আগুন লাগিয়েছে। আবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- এরকম কিছু ঘটেনি, এটি একটি দুর্ঘটনা।

এ বিষয়ে কথা হয় হাসিনা মার্কেটের খুচরা দোকানি শহিদুলের সাথে, তিনি বলেন, আগুণে আমার সব শেষ হয়ে গেছে।

আমার এ ব্যবসার মাধ্যেমে পরিবার চলত। এখন কি করে খাব আমাদের কে সহযোগিতা করবে। তিনি অভিযোগ করে বলেন, আমি ২৫ বছর ধরে কারওয়ান বাজারে ব্যবসা করি, এখান থেকে আমাদের সরাতে একটি মহল বিভিন্ন প্ররিকল্পনা করছে।

ক্ষতিগ্রস্থ আরেক দোকানি অভিযোগ করেন, ফায়ার সার্ভিস ইচ্ছে করলে বেশির ভাগ দোকান রাক্ষা করতে পারত, কিন্তু তারা তা না করে চেয়ে চেয়ে দেখেছে। যখন পুরো মার্কেট শেষ, তখন তারা আগুণ নেভাতে শুরু করেছে। পুরো মাকের্ট পোড়ার পর মাত্র ১০ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে এনেছে। আথচ ৩ ঘণ্টা যাবৎ তারা তাদের ইউনিটগুলোকে কাজে লাগায়নি।

এদিকে, রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হককে প্রধান করে এ কমিটি গঠিত হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক মোহাম্মদ আলী জানান, পানি ও আলোর স্বল্পতার কারণে আগুন নেভাতে অনেক সময় লাগেছে। আমরা প্রথমিক ভাবে ধারণা করছি মোমবাতি থেকে টিনের তৈরি দোতলা এই মার্কেটটিতে আগুন ধরতে পারে।

তিনি বলেন, স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনে।
দোকানিদের আভিযোগের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, কারওয়ান বাজারের ব্যবসায়িদের উচ্ছেদ করার মত কোন ঘটনা এখানে ঘটেনি, এ অভিযোগ মিথ্যা। এখানে কিভাবে আগুণ লেগেছে তা তদন্তের পর বলা যাবে।

উত্তর কারওয়ান বাজার ব্যবসায়ী জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, মার্কেটটিতে ১৮১টি দোকান ছিল। এর মধ্যে ১৮৯ টি কোকান পুড়ে যায়।

উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বলছে, আগামী ছয় মাসের মধ্যে কারওয়ান বাজার বর্তমান জায়গা থেকে নবনির্মিত তিনটি পাইকারি বাজারে স্থানান্তর করা হবে। তবে ব্যবসায়ীরা দোকান স্থানান্তরের ক্ষেত্রে বিভিন্ন শর্ত আরোপ করায় কবে নাগাদ কারওয়ান বাজার সরবে বা আদৌ সরবে কি না, তা এখনো অনিশ্চিত।

গত ২৯ মার্চ ডিএনসিসির মেয়র আনিসুল হকের সভাপতিত্বে কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতাদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আড়ত মালিক নেতারা যাত্রাবাড়ীতে নবনির্মিত পাইকারি বাজারে কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে লিখিত ঘোষণা দেন। তবে মার্কেটের খুচরা দোকানগুলো স্থানান্তরের বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে এখনো লিখিত পাওয়া যায়নি বলে ডিএনসিসি সূত্রে জানা গেছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ প্রকল্প’ পাস করে ২০০৬ সালের ৪ অক্টোবর। কৃষিপণ্যের বাজার ও সরবরাহব্যবস্থা উন্নয়নের পাশাপাশি কারওয়ান বাজারের যানজট কমাতে প্রকল্পটি নেওয়া হয়। মহাখালী, আমিনবাজার ও যাত্রাবাড়ীতে এই তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা ছিল। তিন দফা সময় বাড়িয়ে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে ২০১৫ সালের জুনে এর কাজ শেষ হয়।

কারওয়ান বাজারে প্রায় ২৪ বিঘা জমির ওপরে ডিএনসিসির মালিকানাধীন তিনটি মার্কেট রয়েছে। কারওয়ান বাজারের দোকানগুলো আমিনবাজার, যাত্রাবাড়ী ও মহাখালী বাজারে স্থানান্তরের জন্য দীর্ঘদিন ধরে মার্কেট সমিতির নেতাদের সঙ্গে ডিএনসিসির আলাপ-আলোচনা চলছে।

ডিএনসিসির হিসাব অনুযায়ী, কারওয়ান বাজারে ১৭৬টি আড়ত ও ১ হাজার ৬১৩টি খুচরা দোকান আছে। আড়তগুলো সরানোর বিষয়ে কথাবার্তা অনেক দূর এগোলেও এসব মার্কেটের দোকানগুলো স্থানান্তরের বিষয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া